সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

মার্কিন ডানপন্থীদের নতুন লক্ষ্য ভারতীয়–আমেরিকানরা: ঘৃণার রাজনীতি বিপজ্জনক মোড় নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১১, ১৭ নভেম্বর ২০২৫

মার্কিন ডানপন্থীদের নতুন লক্ষ্য ভারতীয়–আমেরিকানরা: ঘৃণার রাজনীতি বিপজ্জনক মোড় নিচ্ছে

যুক্তরাষ্ট্রে ভারতীয়–আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণা, বর্ণবাদ এবং অভিবাসী–বিদ্বেষ নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে ডানপন্থী খ্রিষ্টান জাতীয়তাবাদী ও শ্বেতজাতীয়তাবাদী গোষ্ঠীগুলো এখন প্রকাশ্যেই ভারতীয়–আমেরিকানদের আক্রমণের লক্ষ্য করছে—যা আগে এত খোলামেলা দেখা যায়নি।

ঘটনার সূচনা হয় গত মাসে, যখন এফবিআই পরিচালক কাশ প্যাটেল দিওয়ালি উপলক্ষে এক শুভেচ্ছাবার্তা দেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার পোস্ট তীব্র বর্ণবাদী উক্তি, গালিগালাজ এবং ‘দেশ ছেড়ে ফিরে যাও’–ধরনের মন্তব্যে ভরে যায়। “এটা আমেরিকা, এখানে এসব চলে না”—এমন মন্তব্যও করেন বহু শ্বেত শ্রেষ্ঠত্ববাদী অ্যাকাউন্ট।

এ ঘটনা একা নয়। নিক্কি হ্যালি, বিবেক রামাস্বামী, হারমীত ধিলন কিংবা এমনকি হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্টসহ বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের দিওয়ালি শুভেচ্ছা পোস্টও একই ঘৃণা-বন্যায় ভেসে যায়।

 

ডানপন্থী শিবিরে ‘বর্ণবাদী ফাটল’—ভারতীয়দের বিরুদ্ধেই আঘাত

গবেষকরা বলছেন, মেগা শিবিরের ভেতরেই এখন একদল সক্রিয়ভাবে প্রচার করছে—“শুধু শ্বেত খ্রিষ্টানদেরই আমেরিকায় থাকার অধিকার রয়েছে।” ট্রাম্পের শাসনামলে প্রায় সব ধরনের অভিবাসন কঠোরভাবে দমানোর পদক্ষেপের পর এ ধারা আরও উগ্র হয়ে উঠেছে।

ইন্টারনেট মনিটরিং সংস্থাগুলোর তথ্য বলছে—শুধু অক্টোবর মাসেই ভারতীয়–বিদ্বেষী ২ হাজার ৭০০–এর বেশি পোস্ট নথিভুক্ত হয়েছে। একে ‘নতুন ঢেউ’ বলে আখ্যা দিচ্ছেন গবেষকেরা। এলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স-এ কন্টেন্ট মডারেশন কমে যাওয়ায় ঘৃণামূলক পোস্ট আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মত তাদের।

 

হাতিয়ার: এইচ-আইবি ভিসাকে ঘিরে বিদ্বেষ

ভারতীয়রা যুক্তরাষ্ট্রের উচ্চ দক্ষতাসম্পন্ন এইচ-আইবি ভিসার সবচেয়ে বড় গ্রহীতা হওয়ায় ডানপন্থী গোষ্ঠীগুলো এখন এটি টার্গেট করছে।

ভিসা ওয়ার্কারদের “আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়া প্রতারক” বলা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ভিসার আবেদন ফি ১০০,০০০ ডলার—যা কার্যত ভারতীয়দের লক্ষ্য করে ‘প্রবেশদ্বার’ সংকুচিত করছে।

ট্রাম্পপন্থী কট্টরপন্থীরা ভারতকে সরাসরি ‘ইমিগ্রেশন প্রতারণার উৎস’ বলেও চিহ্নিত করছে।

এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভারতীয়–বিদ্বেষ উসকে দিয়েছে।

বর্ণবাদী ভাষা ও স্টেরিওটাইপ ছড়িয়ে পড়ছে মূলধারায়

৪চ্যানের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে জন্ম নেওয়া দক্ষিণ এশীয় বিদ্বেষী গালিগালাজ এখন এক্স, টিকটক, এমনকি বাস্তব জগতেও ছড়িয়ে পড়ছে।

ভারতীয়দের“ময়লা,”“দুর্গন্ধযুক্ত,”“হাতে খাবার খাওয়া বর্বর জনগোষ্ঠী”

—এমন বর্ণবাদী উক্তি এখন নিয়মিত। এমনকি নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের সময় অ্যান্ড্রু কুওমোর ক্যাম্পেইন থেকে ভুলবশত প্রকাশিত এক এআই–তৈরি আক্রমণাত্মক বিজ্ঞাপনেও দেখা যায় এই স্টেরিওটাইপ।

 

কেন বিশেষভাবে ভারতীয়–আমেরিকানরা টার্গেট?

ইন্ডিয়ান–আমেরিকানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অগ্রগামী ও উচ্চ আয়ের সম্প্রদায়গুলোর একটি। তারা

টেক সেক্টর,চিকিৎসা,শিক্ষা,ব্যবসা,সরকার—সব ক্ষেত্রেই উচ্চ পদে আছেন।

গবেষকদের ভাষায়, “সফল, দৃশ্যমান ও উচ্চ–আয়ের একটি অভিবাসী সম্প্রদায় যখন ডানপন্থী অর্থনৈতিক ক্ষোভ ও বর্ণবাদী রাজনীতির সংমিশ্রণে টার্গেটে পড়ে—তখন সেই বিদ্বেষ সহজেই ‘জাতিগত হুমকি’ তত্ত্বে পরিণত হয়।”

 

বাস্তব আশঙ্কা: অনলাইন ঘৃণা কি সহিংসতায় রূপ নেবে?

গবেষকদের সতর্কতা—এ ধরনের বর্ণবাদী প্রচারণা শুধু সোশ্যাল মিডিয়ায় আটকে থাকে না। অতীতে দেখা গেছে, অনলাইনে শুরু হওয়া ঘৃণাই বাস্তবে হামলা, শুটিং এবং সহিংসতায় রূপ নিয়েছে।

রোহিত চোপড়া, সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরাসরি সতর্ক করে বলেন—

“এটি এখন শুধু টুইটার–বিরোধিতা নয়; এ বিদ্বেষ বাস্তব সহিংসতার সূত্রপাত ঘটাতে পারে।”

ভারতীয়–আমেরিকানরা যুক্তরাষ্ট্রের একটি বৈচিত্র্যময়, বহু-ধর্মাবলম্বী ও কঠোর পরিশ্রমী কমিউনিটি। কিন্তু শ্বেতজাতীয়তাবাদ ও অভিবাসী–বিদ্বেষের উত্থানের ফলে তারা এখন মার্কিন ডানপন্থী ‘ঘৃণার নতুন লক্ষ্য’।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যুক্তরাষ্ট্রে বর্ণবাদী রাজনীতির এই উত্থান শুধু ভারতীয়–আমেরিকানদের জন্য নয়—বরং দেশটির বহুসাংস্কৃতিক সমাজ কাঠামোর জন্যও একটি গুরুতর হুমকি। সূত্র: সিএনএন

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত
বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
১০ বছর পর বড় পর্দায় ফিরছেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’
চুড়ান্ত নিবন্ধন দৌঁড়ে এগিয়ে এনসিপি ও বাসদ, পিছিয়ে আমজনগণ পার্টি
গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোট সোমবার