ক্যাম্প ন্যু’তে মেসির মূর্তি—বার্সায় আবারও ফিরছে ‘লিও-জাদুর’ স্মৃতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭:২২, ১৭ নভেম্বর ২০২৫
বার্সেলোনার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে স্থায়ী সম্মান জানাতে ক্যাম্প ন্যু’তে তার মূর্তি স্থাপনের পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, কুবালা ও ইয়োহান ক্রুইফের মতোই ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় মেসির একটি মূর্তি হওয়া ‘পুরোদস্তুর ন্যায্য’।
গত রবিবার ৩৮ বছর বয়সী লিওনেল মেসি হঠাৎই বার্সার নতুন স্টেডিয়াম কমপ্লেক্সে হাজির হয়ে সবাইকে চমকে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন—
“একদিন সেই বিদায়টা জানাতে ফিরতে পারবেন, যা খেলোয়াড় হিসেবে বলা হয়নি।”
এই পোস্টেই বুঝিয়ে দেন, বার্সায় না-পাওয়া বিদায় এখনও তার মনে গেঁথে আছে।
লা মাসিয়া নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লাপোর্তা বলেন—“মেসি বার্সেলোনায় বিশ্বের সবচেয়ে সুন্দর সম্মান পাওয়ার যোগ্য। আমরা মনে করি তার জন্য আরও বড় কিছু করা উচিত। ক্যাম্প ন্যু’তে মেসির একটি মূর্তি থাকা উচিত।”
তিনি আরও জানান, ক্লাব ইতোমধ্যে মূর্তির নকশা নিয়ে কাজ শুরু করেছে। তবে প্রথমে মেসির পরিবারের সম্মতি নেওয়া হবে, এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
২০২১ সালের আগস্টে ক্লাবের আর্থিক সংকটে বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে।
• ২১ বছর বার্সায়—রেকর্ড ৩৪টি ট্রফি।
• ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
তবে কোভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে তাকে কোনো আনুষ্ঠানিক বিদায় দেওয়া যায়নি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি স্বীকার করেন—বার্সা ছাড়ার সেই দিনটি ছিল “তার কল্পনার ঠিক বিপরীত”।
বার্সা সমর্থকদের বড় একটি অংশ বহুদিন ধরেই মেসির মূর্তি দাবি করে আসছিল। তাদের মতে, “যেখানে ক্রুইফের মূর্তি আছে, যেখানে কুবালাকে সম্মান জানানো হয়েছে—সেখানেই থাকা উচিত লিওর স্মারক।”
২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি এবং সম্প্রতি ক্লাবটির সঙ্গে তার চুক্তি নবায়ন হয়েছে ২০২৮ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। তখন মেসির বয়স হবে ৪১।
