ভ্যাটিকানে হলিউড তারকাদের সঙ্গে পোপ লিও
মানবতার ক্ষতকে গল্পে তুলে ধরুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০৭, ১৭ নভেম্বর ২০২৫
ভ্যাটিকান সিটির ঐতিহ্যবাহী সালা ক্লেমেন্তিনা হলে এক ঐতিহাসিক আয়োজন। সেখানে পোপ লিও –এর সঙ্গে দেখা করতে হাজির হন কেট ব্লাঞ্চেট, মনিকা বেলুচ্চি, ভিগো মর্টেনসেন, স্পাইক লি, গাস ভ্যান সান্ট, ক্রিস পাইনসহ আন্তর্জাতিক চলচ্চিত্র বিশ্বের তারকারা। পোপ লিও দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম এ ধরনের তারকাখচিত অনুষ্ঠান, যা ক্যাথলিক চার্চের বিশ্বসাংস্কৃতিক ভূমি বিস্তারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
পোপ লিও তার বক্তব্যে বলেন, “আপনারা কল্পনার তীর্থযাত্রী—আপনাদের কাজ মানুষকে আশা দেয়।”
তিনি চলচ্চিত্রের শক্তি—মানুষকে বিনোদন ও শিক্ষা দেওয়ার ক্ষমতা—উচ্চকণ্ঠে প্রশংসা করেন। কিন্তু একইসঙ্গে তিনি সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া ও মানুষের হলে না আসার প্রবণতাকে “চিন্তার কারণ” হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “সিনেমা একটি সমাজের স্পন্দন। তাই এই শিল্পকে রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”
পোপ লিও শিল্পীদের অনুরোধ করেন— “সহিংসতা, দারিদ্র্য, নির্বাসন, একাকিত্ব, আসক্তি ও ভুলে যাওয়া যুদ্ধ—এসব থেকে মুখ ফিরিয়ে নয়, বরং এগুলোকে মানবিক গল্পে রূপ দিন। ভালো সিনেমা ব্যথাকে শোষণ করে না, বুঝতে শেখায়।”
অনুষ্ঠানে প্রতিটি অতিথিকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান পোপ। কেট ব্লাঞ্চেট তার হাতে তুলে দেন শরণার্থীদের প্রতি সংহতির প্রতীক একটি বোনা ব্রেসলেট। স্পাইক লি উপহার দেন নিউ ইয়র্ক নিক্স দলের একটি বিশেষ জার্সি—যাতে লেখা ‘Pope Leo 14’।
ব্লাঞ্চেট সাংবাদিকদের বলেন, “পোপ আমাদের অনুপ্রাণিত করলেন যেন আমরা আমাদের কাজের মাধ্যমে মানুষকে নতুন আশা দিতে পারি।”
ভ্যাটিকানের প্রকাশিত তথ্যে জানা গেছে পোপ লিওর প্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আছে—
The Sound of Music
It’s a Wonderful Life
Life is Beautiful (Roberto Benigni)
হলিউডের সাম্প্রতিক বড়ধরনের ধর্মঘট, অর্থসংকট ও ইউরোপের তহবিল কমে যাওয়ার সময়—পোপের এই সমর্থনকে চলচ্চিত্রশিল্পীরা “এক টুকরো মনোবল” হিসেবে দেখছেন।
পোপ লিওর সাক্ষাৎ থেকে স্পষ্ট—তার শান্তস্বভাবের নেতৃত্বের মধ্যেও সাংস্কৃতিক সংলাপ ও মানবিক শিল্পচর্চার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।
