সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

ভ্যাটিকানে হলিউড তারকাদের সঙ্গে পোপ লিও

মানবতার ক্ষতকে গল্পে তুলে ধরুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:০৭, ১৭ নভেম্বর ২০২৫

মানবতার ক্ষতকে গল্পে তুলে ধরুন

ভ্যাটিকান সিটির ঐতিহ্যবাহী সালা ক্লেমেন্তিনা হলে এক ঐতিহাসিক আয়োজন। সেখানে পোপ লিও –এর সঙ্গে দেখা করতে হাজির হন কেট ব্লাঞ্চেট, মনিকা বেলুচ্চি, ভিগো মর্টেনসেন, স্পাইক লি, গাস ভ্যান সান্ট, ক্রিস পাইনসহ আন্তর্জাতিক চলচ্চিত্র বিশ্বের তারকারা। পোপ লিও দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম এ ধরনের তারকাখচিত অনুষ্ঠান, যা ক্যাথলিক চার্চের বিশ্বসাংস্কৃতিক ভূমি বিস্তারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

পোপ লিও তার বক্তব্যে বলেন, “আপনারা কল্পনার তীর্থযাত্রী—আপনাদের কাজ মানুষকে আশা দেয়।”

তিনি চলচ্চিত্রের শক্তি—মানুষকে বিনোদন ও শিক্ষা দেওয়ার ক্ষমতা—উচ্চকণ্ঠে প্রশংসা করেন। কিন্তু একইসঙ্গে তিনি সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া ও মানুষের হলে না আসার প্রবণতাকে “চিন্তার কারণ” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “সিনেমা একটি সমাজের স্পন্দন। তাই এই শিল্পকে রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”

পোপ লিও শিল্পীদের অনুরোধ করেন— “সহিংসতা, দারিদ্র্য, নির্বাসন, একাকিত্ব, আসক্তি ও ভুলে যাওয়া যুদ্ধ—এসব থেকে মুখ ফিরিয়ে নয়, বরং এগুলোকে মানবিক গল্পে রূপ দিন। ভালো সিনেমা ব্যথাকে শোষণ করে না, বুঝতে শেখায়।”

অনুষ্ঠানে প্রতিটি অতিথিকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান পোপ। কেট ব্লাঞ্চেট তার হাতে তুলে দেন শরণার্থীদের প্রতি সংহতির প্রতীক একটি বোনা ব্রেসলেট। স্পাইক লি উপহার দেন নিউ ইয়র্ক নিক্স দলের একটি বিশেষ জার্সি—যাতে লেখা ‘Pope Leo 14’।

ব্লাঞ্চেট সাংবাদিকদের বলেন, “পোপ আমাদের অনুপ্রাণিত করলেন যেন আমরা আমাদের কাজের মাধ্যমে মানুষকে নতুন আশা দিতে পারি।”

ভ্যাটিকানের প্রকাশিত তথ্যে জানা গেছে পোপ লিওর প্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আছে—

The Sound of Music

It’s a Wonderful Life

Life is Beautiful (Roberto Benigni)

হলিউডের সাম্প্রতিক বড়ধরনের ধর্মঘট, অর্থসংকট ও ইউরোপের তহবিল কমে যাওয়ার সময়—পোপের এই সমর্থনকে চলচ্চিত্রশিল্পীরা “এক টুকরো মনোবল” হিসেবে দেখছেন।

পোপ লিওর সাক্ষাৎ থেকে স্পষ্ট—তার শান্তস্বভাবের নেতৃত্বের মধ্যেও সাংস্কৃতিক সংলাপ ও মানবিক শিল্পচর্চার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ছয় দশকের সংগীতযোদ্ধা রুনা লায়লা: সীমান্ত ভেঙে হৃদয়ে গান
চট্টগ্রামে টিপ ছুরির দাপট: ছিনতাই থেকে খুন, শহরজুড়ে নতুন আতঙ্ক
দেশের বিভিন্ন স্থানে আগুন–ককটেল হামলা, মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি
শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত