আর্মেনিয়ার জালে ৯ গোল: বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০:৪৪, ১৭ নভেম্বর ২০২৫
পর্তুগাল–আয়ারল্যান্ড ম্যাচের অপ্রত্যাশিত হার ও ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ডে বিশ্বকাপের রাস্তা কিছুটা কঠিন হয়ে পড়েছিল রবার্তো মার্টিনেজের দলের জন্য। সেই চাপ ঝেড়ে রোববার আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নেমে যেন পুরো শক্তি উজাড় করে দিল তারা। গোলের পর গোলের উৎসব করে ৯–১ ব্যবধানে দুর্দান্ত জয়ে পর্তুগাল নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপ।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। সপ্তম মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের তোলা ফ্রি–কিক থেকে হেড করে দলকে এগিয়ে নেন রেনাতো ভেইগা। তবে লিড বেশিক্ষণ টিকেনি। ১৮ মিনিটে বক্সের ভিড় ঠেলে নিচু শটে ম্যাচে সমতা ফেরান আর্মেনিয়ার এডুয়ার্ড স্পের্তসিয়ান।
সমতা ফিরলেও পর্তুগালের আক্রমণের গতি থামেনি। ২৮ মিনিটে গঞ্জালো রামোসের নিখুঁত ফিনিশে আবারও এগিয়ে যায় পর্তুগাল। এরপরই শুরু হয় জোয়াও নেভেসের শো। পাঁচ মিনিট পর দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান এই তরুণ মিডফিল্ডার। কিছুক্ষণ পর ফ্রি–কিক থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তিনি।
প্রথমার্ধের শেষদিকে বক্সে রুবেন দিয়াসের ওপর ফাউল থেকে পাওয়া পেনাল্টি স্পট–কিক থেকে পর্তুগালের চতুর্থ গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধেও গোলবন্যা কমেনি। নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ। পরে কার্লোস ফোর্বসকে ফাউল করায় আরেকটি পেনাল্টি পায় পর্তুগাল—এইবারও নিখুঁত শটে হ্যাটট্রিক পূরণ করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
নেভেসও পিছিয়ে থাকেননি। বক্সের মাঝামাঝি জায়গা থেকে জোরালো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, স্কোরলাইন নিয়ে যান ৮–১ এ। যোগ করা সময় শুরুর আগ মুহূর্তে ফ্রান্সিসকো কনসেইসাওর গোল পর্তুগালের নবম গোল হিসেবে লিপিবদ্ধ হয়।
ম্যাচের পরিসংখ্যান বলছে, বল দখল থেকে শট—সব জায়গাতেই পর্তুগাল ছিল শতভাগ আধিপত্যে। ৯–১ গোলের এই রোমাঞ্চকর জয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল–সবুজ জার্সিধারীরা।
তবে এই উচ্ছ্বাসের মাঝেও আছে বড় দুঃসংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে শুরুতেই অভিজ্ঞতাসম্পন্ন তারকা ছাড়া খেলতে নামতে হবে মার্টিনেজের দলকে।
