সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

আর্মেনিয়ার জালে ৯ গোল: বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:৪৪, ১৭ নভেম্বর ২০২৫

আর্মেনিয়ার জালে ৯ গোল: বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল

পর্তুগাল–আয়ারল্যান্ড ম্যাচের অপ্রত্যাশিত হার ও ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ডে বিশ্বকাপের রাস্তা কিছুটা কঠিন হয়ে পড়েছিল রবার্তো মার্টিনেজের দলের জন্য। সেই চাপ ঝেড়ে রোববার আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নেমে যেন পুরো শক্তি উজাড় করে দিল তারা। গোলের পর গোলের উৎসব করে ৯–১ ব্যবধানে দুর্দান্ত জয়ে পর্তুগাল নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপ।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। সপ্তম মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের তোলা ফ্রি–কিক থেকে হেড করে দলকে এগিয়ে নেন রেনাতো ভেইগা। তবে লিড বেশিক্ষণ টিকেনি। ১৮ মিনিটে বক্সের ভিড় ঠেলে নিচু শটে ম্যাচে সমতা ফেরান আর্মেনিয়ার এডুয়ার্ড স্পের্তসিয়ান।

সমতা ফিরলেও পর্তুগালের আক্রমণের গতি থামেনি। ২৮ মিনিটে গঞ্জালো রামোসের নিখুঁত ফিনিশে আবারও এগিয়ে যায় পর্তুগাল। এরপরই শুরু হয় জোয়াও নেভেসের শো। পাঁচ মিনিট পর দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান এই তরুণ মিডফিল্ডার। কিছুক্ষণ পর ফ্রি–কিক থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে বক্সে রুবেন দিয়াসের ওপর ফাউল থেকে পাওয়া পেনাল্টি স্পট–কিক থেকে পর্তুগালের চতুর্থ গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধেও গোলবন্যা কমেনি। নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ। পরে কার্লোস ফোর্বসকে ফাউল করায় আরেকটি পেনাল্টি পায় পর্তুগাল—এইবারও নিখুঁত শটে হ্যাটট্রিক পূরণ করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

নেভেসও পিছিয়ে থাকেননি। বক্সের মাঝামাঝি জায়গা থেকে জোরালো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, স্কোরলাইন নিয়ে যান ৮–১ এ। যোগ করা সময় শুরুর আগ মুহূর্তে ফ্রান্সিসকো কনসেইসাওর গোল পর্তুগালের নবম গোল হিসেবে লিপিবদ্ধ হয়।

ম্যাচের পরিসংখ্যান বলছে, বল দখল থেকে শট—সব জায়গাতেই পর্তুগাল ছিল শতভাগ আধিপত্যে। ৯–১ গোলের এই রোমাঞ্চকর জয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল–সবুজ জার্সিধারীরা।

তবে এই উচ্ছ্বাসের মাঝেও আছে বড় দুঃসংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে শুরুতেই অভিজ্ঞতাসম্পন্ন তারকা ছাড়া খেলতে নামতে হবে মার্টিনেজের দলকে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা
শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হয়ে যাবে: স্নিগ্ধ
ফখরুলের আশা, শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
ছয় দশকের সংগীতযোদ্ধা রুনা লায়লা: সীমান্ত ভেঙে হৃদয়ে গান
চট্টগ্রামে টিপ ছুরির দাপট: ছিনতাই থেকে খুন, শহরজুড়ে নতুন আতঙ্ক
দেশের বিভিন্ন স্থানে আগুন–ককটেল হামলা, মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি
শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি