সচিবালয়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৮, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০, ১৭ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
জুলাই গণআন্দোলনে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে ঘিরে সচিবালয়ের আশেপাশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল নয়টায় নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ দপ্তরে পৌঁছালেও দর্শনার্থীদের আগমন অনেকটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের নাশকতা রোধে তারা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন।
