ধানমন্ডি ৩২–এ দুটি বুলডোজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৯, ১৭ নভেম্বর ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার আনা হয়েছে। ছবি: সমাজকাল
ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার আনা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি এলাকায় পৌঁছায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবিতে ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মিছিলে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, বুলডোজারের ওপরে থাকা কয়েকজন তরুণকে বুলডোজার মিছিলে ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ইন্টেরিম তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, ‘ধানমন্ডি-৩২ এর বাড়ি আওয়ামী লীগ নিজেদের ‘কেবলা’ মনে করে। আমরা সেটি আজ সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাই। যাতে আওয়ামী এই কেবলাকে নিয়ে আগামীতে যে ষড়যন্ত্র করছে, তা সফল করতে না পারে। এই স্থানে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে।’
এসময় ফাঁসির রায় না পেলে জুলাইয়ের মত আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
এ অবস্থায় পুরো এলাকায় সতর্কতামূলক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
