ধানমন্ডি ৩২-সেনা মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৭, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরে সেনা মোতায়েন। ছবি: সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি এলাকায় পৌঁছায়। এছাড়া সেখানে মিছিল নিয়ে স্লোগান নিয়ে জড়ো হতে থাকে।
এ পরিস্থিতিতে সেনা মোতায়েন করা হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুলডোজারের ওপরে থাকা কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা গেছে। তবে ঠিক কোন উদ্দেশ্যে ধানমন্ডি ৩২–এ বুলডোজার আনা হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় পুরো এলাকায় সতর্কতামূলক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
