শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৯, ১৭ নভেম্বর ২০২৫
ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভোর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিবচর উপজেলার গুরুত্বপূর্ন জায়গাগুলোতে বিএনপির বিভিন্ন গ্রুপ পৃথকভাবে অবস্থান নেয়। মাদারীপুর–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজুসহ স্থানীয় নেতারা মহাসড়কসংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত হন।
এদিকে, ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদারে পুলিশ, র্যাব ও বিজিবি রাতভর টহল দিয়েছে। যেকোনো নাশকতা বা অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের গুরুত্বপূর্ণ অংশে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ায়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তার কর্মীদের নিয়ে এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কে মহড়া দেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে পাচ্চর গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
নেতারা জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচলে বিঘ্ন না ঘটাতে তারা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানি বা অস্থিতিশীলতা না ঘটে, সেদিকেও তারা সতর্ক ছিলেন।
