সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৯, ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভোর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিবচর উপজেলার গুরুত্বপূর্ন জায়গাগুলোতে বিএনপির বিভিন্ন গ্রুপ পৃথকভাবে অবস্থান নেয়। মাদারীপুর–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজুসহ স্থানীয় নেতারা মহাসড়কসংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত হন।

এদিকে, ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদারে পুলিশ, র্যাব ও বিজিবি রাতভর টহল দিয়েছে। যেকোনো নাশকতা বা অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের গুরুত্বপূর্ণ অংশে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ায়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তার কর্মীদের নিয়ে এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কে মহড়া দেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে পাচ্চর গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

নেতারা জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচলে বিঘ্ন না ঘটাতে তারা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানি বা অস্থিতিশীলতা না ঘটে, সেদিকেও তারা সতর্ক ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খাগড়াছড়িতে সেনাবাহিনী বদলে দিয়েছে ভূয়াছড়ি পার্বত্যবাসীর জীবনমান
সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন চান হতাহতের পরিবার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘শোকর আলহামদুলিল্লাহ’ বললেন আসিফ নজরুল
গ্রেপ্তারের দিন থেকেই হাসিনা-কামালের সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
আপিলের জন্য আত্মসমর্পন করতে হবে শেখ হাসিনাকে
মানবতাবিরোধী অপরাধে কামালের মৃত্যুদণ্ড; মুক্তিযোদ্ধা থেকে সংসদ সদস্য-স্বরাষ্ট্রমন্ত্রী
আনন্দবাজারের প্রতিবেদন, আল্লা জীবন দিয়েছেন, আল্লাই নেবেন: অডিও বার্তায় শেখ হাসিনা
শেখ হাসিনার ফাঁসির রায়ে ‘মাইলফলক’ মন্তব্য সালাহউদ্দিনের
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড; ছাত্রলীগ নেত্রী থেকে চার মেয়াদের প্রধানমন্ত্রী
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন
সৌদির হোটেল কক্ষে দীঘিকে হাতে লেখা চিরকুট
হাসিনাকে খুঁজতে হারানো বিজ্ঞপ্তির মাইকিং
শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান
বাসার সামনে ককটেল বিস্ফোরণে ‘আতঙ্কিত নই’—সৈয়দা রিজওয়ানা
শেখ হাসিনার রায়; মাওয়া এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি তল্লাশি
ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
পরিবেশবান্ধব উদ্ভাবনে পাটের ভূমিকা বাড়াতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
‘শাহবাগতন্ত্র চাই না, সর্বোচ্চ বিচার চাই’—শরীফ ওসমান হাদি
৪৫৩ পৃষ্ঠার রায় ছয় ভাগে: রায় পড়া চলছে
ক্যারিয়ার–সেরা ফর্মেই চোটে ছিটকে গেলেন মিচেল