টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো স্টেশন রোডে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:০৯, ১৭ নভেম্বর ২০২৫
টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো স্টেশন রোডে
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (১৭ নভেম্বর) রাত পৌঁনে ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ বিকট শব্দে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিলেন পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সাউন্ড গ্রেনেডটের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশে থেকে তার সাদৃশ্য পেয়েছে পুলিশ।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
