সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

মির্জা ফখরুলের ভিডিও শেয়ার করার দায়ে ছাত্রদলের নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশ: ১০:৪৭, ১৭ নভেম্বর ২০২৫

মির্জা ফখরুলের ভিডিও শেয়ার করার দায়ে ছাত্রদলের নেতা বহিষ্কার

সম্পাদক খাইরুল ইসলাম রোমান ও বহিষ্কারের চিঠি, ছবি : ফাইল

ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান (৩২) নিজের ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধমক দেওয়ার ১১ সেকেন্ডের ভাইরাল ভিডিও শেয়ার করার কারণে পদ হারিয়েছেন। 

কেন্দ্রীয় ছাত্রদল রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করার সিদ্ধান্ত জানায়।

খাইরুল ইসলাম রোমান ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ভাঙ্গা উপজেলার বাসিন্দা। ২০১৮ সালে ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ভিপি পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরাজিত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ভিত্তিতে খাইরুল ইসলাম রোমানকে পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে খাইরুল ইসলামের সঙ্গে কোনো রূপের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

খাইরুল ইসলাম রোমান জানিয়েছেন, তিনি রোববার দুপুরে ওই ভিডিওটি শেয়ার করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে পোস্টটি মুছে ক্ষমা চেয়েছিলেন, তবুও তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেছেন, রাজনীতিতে সহনশীলতা ও পরম সহিষ্ণুতার বিকল্প নেই এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।

উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি জনাকীর্ণ ভবনের মধ্যে মির্জা ফখরুল হাটছিলেন। একজন ব্যক্তি এগিয়ে এসে তাকে বলেন, “আমাকে চিনছেন নাকি?” এরপর মির্জা ফখরুল তাকে ধমক দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
পরিবেশবান্ধব উদ্ভাবনে পাটের ভূমিকা বাড়াতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
‘শাহবাগতন্ত্র চাই না, সর্বোচ্চ বিচার চাই’—শরীফ ওসমান হাদি
৪৫৩ পৃষ্ঠার রায় ছয় ভাগে: রায় পড়া চলছে
ক্যারিয়ার–সেরা ফর্মেই চোটে ছিটকে গেলেন মিচেল
সার কারখানার উৎপাদন চালু ও বেতন বৈষম্য দূরীকরনের দাবিতে বিক্ষোভ
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সচেতনতা হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ধানমন্ডি ৩২–এ দুটি বুলডোজার
ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা
শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হয়ে যাবে: স্নিগ্ধ
ফখরুলের আশা, শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
ছয় দশকের সংগীতযোদ্ধা রুনা লায়লা: সীমান্ত ভেঙে হৃদয়ে গান
চট্টগ্রামে টিপ ছুরির দাপট: ছিনতাই থেকে খুন, শহরজুড়ে নতুন আতঙ্ক
দেশের বিভিন্ন স্থানে আগুন–ককটেল হামলা, মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি
শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার