ক্যারিয়ার–সেরা ফর্মেই চোটে ছিটকে গেলেন মিচেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৩৩, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪২, ১৭ নভেম্বর ২০২৫
চোটে পড়লেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের জন্য এই বছরে ওয়ানডেতে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন ড্যারেল মিচেল। শেষ চার ওয়ানডের তিনটিতেই ফিফটি—ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ ও ৫৬, আর আরেক ম্যাচে ৪৪—আর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। চাপের সময় ২৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে নেমে দলকে আড়াইশের ঘর ছাড়িয়ে নেন। তার ১১৯ রানই শেষ পর্যন্ত ম্যাচ জয়ে বড় পার্থক্য গড়ে দেয়।
কিন্তু ফর্মের তুঙ্গে থাকা এই মিচেলকে দুঃসংবাদই শুনতে হলো। সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। ইনিংসের মাঝামাঝি থেকেই কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। স্ক্যান করার জন্য তাকে ক্রাইস্টচার্চেই রাখা হয়েছে। বোর্ড নিশ্চিত করেছে—চোটের কারণে সিরিজের শেষ দুই ওয়ানডেতে আর মাঠে নামছেন না তিনি।
এই বছর ওয়ানডেতে মিচেল দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৬ ইনিংসে তার সংগ্রহ ৭৬১ রান—গড় ৫৪.৩৫, স্ট্রাইক রেট ৮৬.১৮। তার চেয়ে বেশি রান আছে শুধু ইংল্যান্ডের জো রুটের (৮০৮)। তাই এমন সময়ে তার ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
মিচেলের বদলে দলে নেওয়া হয়েছে হেনরি নিকোলসকে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে, যেখানে তার স্কোর ছিল ১১, ২২ ও ৩১।
সিরিজ সূচি
দ্বিতীয় ওয়ানডে: ১৯ নভেম্বর, নেপিয়ার
তৃতীয় ওয়ানডে: ২২ নভেম্বর, হ্যামিল্টন
ম্যাচের ফলাফল (যে ম্যাচে মিচেল করলেন ১১৯):
নিউজিল্যান্ড: ৭ উইকেটে ২৬৯
ওয়েস্ট ইন্ডিজ: ৬ উইকেটে ২৬২
নিউজিল্যান্ড জিতেছে ৭ রানে।
