বাসার সামনে ককটেল বিস্ফোরণে ‘আতঙ্কিত নই’—সৈয়দা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৭, ১৭ নভেম্বর ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান / ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রবিবার রাত সাড়ে ৯টার পর ঘটে যাওয়া বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ দেখা দেয়। নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নমুনা সংগ্রহ করেছে। তবে কারা দায়ী—তা এখনও শনাক্ত করা যায়নি।
সোমবার সকালে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,“এসব নিয়ে আমি আতঙ্কিত নই। বরং দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, মানুষ আহত ও নিহত হচ্ছে—সেটা নিয়েই আমাদের মূল উদ্বেগ।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তবে অন্তর্বর্তী সরকার এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে। “ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না,”—যোগ করেন তিনি।
শেখ হাসিনার মামলার রায় ঘোষণার কারণে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে আছে। পুলিশের বিশেষ ইউনিট, ডিবি ও র্যাব একযোগে মাঠে রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ডিআইজি (ঢাকা রেঞ্জ) রেজাউল করিম জানিয়েছেন—“আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা নেই।”
সরকারি সূত্রে জানা যায়, রায় ঘোষণার দিন রাজধানীতে অতিরিক্ত ১৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে, যা যে কোনো নাশকতা বা সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখবে।
