বিপিএলে খেলছেন না তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৭, ১৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের আরেক নাম তামিম ইকবাল। ২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতিটি আসরে তার ব্যাট কথা বলেছে, নেতৃত্ব দিয়েছেন, জেতিয়েছেন ফরচুন বরিশালকে টানা দুই মৌসুমে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে সেই পরিচিত তামিমকে দেখা যাবে না—এবারের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশের অন্যতম সফল ওপেনার।
রবিবার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান, তিনি নিলামের তালিকা থেকে নিজের নাম বাদ দিতে বলেছেন। তিনি বলেন,হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। শাহরিয়ার নাফীসকে আমার নাম প্লেয়ার্স ড্রাফট থেকে বাদ দিতে বলেছি।”
বিপিএলের সূচনা থেকে টানা প্রতিটি আসরে খেলেছেন তামিম। রান, স্ট্রাইক রেট ও ইনিংস–ধারাবাহিকতায় টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। বরিশালের হয়ে অধিনায়ক ও ব্যাটার—দুই ভূমিকাতেই রেখেছেন বড় প্রভাব।
তবে এবারের সিদ্ধান্ত খুব অপ্রত্যাশিত নয়। কারণ—তার শারীরিক অবস্থা।মার্চ ২০২৪–এ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আর মাঠে না ফেরা। বরিশালের এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানো—এগুলো মিলিয়ে অনুমান জোরালো হয়েছিল যে তিনি এবার বিশ্রামে যাবেন।
একটি ঘরোয়া ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তামিম পুরোপুরি খেলাধুলা থেকে দূরে। সুস্থতার ওপর মনোযোগ দিতে গিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার তাড়াহুড়াও করেননি তিনি।
