সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডে কষ্ট পেয়েছেন আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:০৯, ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডে কষ্ট পেয়েছেন আইনজীবী 

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জানিয়েছেন, রায় ঘোষণায় তিনি কষ্ট অনুভব করছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, "আমার ক্লায়েন্টদের বিরুদ্ধে রায় ভিন্নভাবে হলেও হতে পারতো। কিন্তু হয়নি। এটা আমার বিপক্ষে গেছে। আপিলের কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হন।"

দুপুর সাড়ে ১২টার দিকে বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করে। প্রথমে ৪৫৩ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ের প্রথম অংশ পড়েন বিচারিক প্যানেলের সদস্য মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং সর্বশেষ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার রায় ঘোষণা করেন।

দুই ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠের শেষে দুপুর ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ-১ এবং অভিযোগ-২ অনুসারে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বিভিন্ন হত্যাকাণ্ড ও উসকানি, মারণাস্ত্র ব্যবহারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়া মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল তার সত্যনিষ্ঠা বিবেচনা করে নমনীয়তা দেখিয়েছে।

রায়ের আগে, মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রসিকিউশন-স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হয় ৯ কার্যদিনে। ২৩ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইনকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সমাপনী বক্তব্যের পর রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

মামলায় তিন আসামির বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকা অন্তর্ভুক্ত। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ
গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২২ বছর মেয়াদি চুক্তি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়; প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চান রাকিবুলের বাবা-মা
শেখ হাসিনার সাজার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক গুলশানে
আফ্রিকা বাছাইয়ে জাদুটোনার অভিযোগ!
শেখ হাসিনার রায়ে আইনজীবীদের ‘কোট–গাউন ডাউন’ প্রতিবাদ
শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান
রায়ের পর গোপালগঞ্জে আ. লীগের মহাসড়ক অবরোধ–বিক্ষোভ
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে ফ্রান্সের একশত রাফাল
শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায়
হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলল সরকার
মানবতাবিরোধী অপরাধের মামলা রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডে কষ্ট পেয়েছেন আইনজীবী
খাগড়াছড়িতে সেনাবাহিনী বদলে দিয়েছে ভূয়াছড়ি পার্বত্যবাসীর জীবনমান