অ্যাটকোর নতুন মহাসচিব একুশে টিভির আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৯, ১৭ নভেম্বর ২০২৫
অ্যাটকোর নতুন মহাসচিব হলেন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। ছবি: সংগৃহিত
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)–র নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় তাকে এ পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা যায়, সংগঠনের বর্তমান মহাসচিব সভায় উপস্থিত না থাকায় জরুরি ভিত্তিতে দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত নেয় নির্বাহী পরিষদ। ফলে সর্বসম্মত সিদ্ধান্তে দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ গণমাধ্যমব্যক্তিত্ব আব্দুস সালামকে।
সভা শেষে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম সচল ও গতি বাড়ানোর লক্ষ্যে মহাসচিব পদের প্রয়োজনীয়তা বিবেচনায় নতুন দায়িত্বপ্রাপ্ত হিসেবে আব্দুস সালামকে মনোনীত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশের টেলিভিশন মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন আব্দুস সালাম। একুশে টিভির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও গণমাধ্যম নীতিমালা, সম্প্রচার ব্যবস্থাপনা ও কনটেন্ট উন্নয়ন বিষয়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
অ্যাটকোর দায়িত্ব পাওয়ায় সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয়, টেলিভিশন খাতের নীতি–পরিবর্তন, সম্প্রচার–বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
