রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৬, ১৭ নভেম্বর ২০২৫
রায় প্রত্যাখ্যান আ.লীগের / ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। চানখারপুর ৬ জনকে হত্যার দায়ে তাকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
দলের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক ভিডিও বার্তায় দলের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রত্যাখানের এই তথ্য জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না।’
নানক আরও বলেন, অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি ১৪ আগস্ট শুরু করে ১৭ই নভেম্বর শেষ করেছে। ৮৪ জন সাক্ষীকে সামনে রেখে ৫৪ জনকে হাজির করে ২০ দিনে মামলা শেষ করেছে। এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে। এর প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন । তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে রায় দিয়েছে”।
তিনি ভিডিও বার্তায় ঘোষণা দেন, “অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করবো।”
সকাল-সন্ধ্যা শাটডাউন
জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তায় রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণাও দেন।
রায়কে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনও রায়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে। এসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই সরকারের পতন না ঘটা পর্যন্ত তাদের লড়াই চলবে।
এসব সংগঠনের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ নভেম্বর- সারা দেশে সকাল-সন্ধ্যা শাট ডাউন, ১৯-২১ নভেম্বর- সারাদেশে গণসংযোগ, প্রতিবাদ, বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি।
