শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মুজাহিদপুত্র মাবরুরের প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৫, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩৩, ১৭ নভেম্বর ২০২৫
জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর।ছবি: সংগৃহিত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। রায়ের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে প্রতিক্রিয়া এসেছে।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর এই রায়ে গভীর প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘এই নভেম্বর মাসের ২১ তারিখ দিবাগত রাতেই আমার বাবাকে ফাঁসি কার্যকর করার মাধ্যমে হত্যা করেছিল শেখ হাসিনার সরকার। আর আজ ১৭ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হলো সেই একই ট্রাইব্যুনাল থেকে। বাংলাদেশের এই ঘটনা বিশ্বের বিচারিক ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সেইম আদালত, সেইম মামলা, সেইম আইনের ধারা, শুধু আসামি পাল্টে গেছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।’
উল্লেখযোগ্য, জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড প্রদান করেছিল আওয়ামী লীগ সরকার।
মাবরুরের মন্তব্যে তার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ইতিহাস ও রাজনৈতিক সংযোগের প্রতিফলন স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।
এই রায়ের মাধ্যমে দেশের রাজনৈতিক ও বিচারিক পরিপ্রেক্ষিতে নতুন বিতর্ক ও আলোচনার সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র একটি মামলার রায় নয়, বরং দেশের ইতিহাসে বহুল আলোচিত রাজনৈতিক ও বিচারিক ঘটনাপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
