মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:৪৬, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে বিশেষ ফ্লাইট

লিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন। ছবি: সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর চার্টার্ড ফ্লাইটে তারা মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

প্রত্যাবাসন কার্যক্রম সরাসরি তদারকি করেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি গানফুদা সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিশ্চিত করেন এবং অভিবাসীদের বিদায় জানান। এ সময় লিবিয়ার অভিবাসন অধিদফতরের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত সহযোগিতার জন্য লিবিয়া কর্তৃপক্ষ ও আইওএমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে লিবিয়ার সহযোগিতা প্রশংসাযোগ্য। ভবিষ্যতেও এই সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা করছি।”


বিদেশগামী কর্মীদের উদ্দেশে রাষ্ট্রদূত বৈধ ও নিরাপদ পথ অনুসরণের প্রতি কঠোরভাবে জোর দেন। তিনি বলেন—“অবৈধ অভিবাসন শুধু ঝুঁকিপূর্ণই নয়, বরং ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয়ভাবে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ। দেশে ফিরে দক্ষতা অর্জন করুন, সরকারি প্রশিক্ষণ নিন, এবং বৈধ পথেই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিন।”

তিনি আরও উল্লেখ করেন, দেশে ফিরে শুধু চাকরির প্রত্যাশায় না থেকে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোট ও মাঝারি উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ এখন আগের তুলনায় অনেক বেশি। সরকারের বিভিন্ন ঋণ সহায়তা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা কর্মসূচি অভিবাসীদের জন্য উন্মুক্ত।

রাষ্ট্রদূত অভিবাসীদের মানবপাচারকারী দালালচক্রের বিরুদ্ধে দেশে ফিরে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন যে প্রয়োজন হলে দূতাবাস কর্তৃপক্ষ সহযোগিতা করবে।

দূতাবাস জানায়, পূর্ববর্তী ধাপে আটক অভিবাসীদের সাক্ষাৎ গ্রহণ, পরিচয় যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যুর কাজ শেষ করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের দেশে পাঠানো সম্ভব হয়েছে।

এ ছাড়া আগামী ৩০ নভেম্বর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে চলতি মাসে লিবিয়া থেকে প্রায় ৩৫০ জন বাংলাদেশির প্রত্যাবাসন সম্পন্ন হতে যাচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ
দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে : রণধীর জয়সওয়াল
দণ্ডিত আসামিদের প্রচার না করতে গণমাধ্যমকে এনসিএসএর সতর্কতা
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া; সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি
মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ
ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক
নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি