মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

পরিস্থিতির জটিলতা ও আঞ্চলিক প্রভাব সম্পর্কে

দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে : রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ০১:১৮, ১৮ নভেম্বর ২০২৫

দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে : রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি ভারত সরকারকে আহ্বান জানিয়েছে—জুলাই হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ঢাকার কাছে হস্তান্তরের জন্য। এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে এসেছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক তাৎক্ষণিক বিবৃতিতে বলেন, "ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে।"

তিনি জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির জটিলতা ও আঞ্চলিক প্রভাব সম্পর্কে দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া যায়।

রণধীর জয়সওয়াল আরও বলেন, "আমরা সর্বদা এ লক্ষ্যে সকল সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখবো।"

তার এই মন্তব্যকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দিল্লি–ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাভিত্তিক সহযোগিতা রয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড–সংক্রান্ত রায় দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঢাকার হস্তান্তর অনুরোধের বিষয়ে দিল্লি কী সিদ্ধান্ত নেয়—তা এখন দুই দেশের সম্পর্কের ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকদের মত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ
দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে : রণধীর জয়সওয়াল
দণ্ডিত আসামিদের প্রচার না করতে গণমাধ্যমকে এনসিএসএর সতর্কতা
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া; সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি
মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ
ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক
নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি