জাপোরিঝিয়ায় আরও দুই গ্রাম দখলের দাবি মস্কোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:০১, ১৭ নভেম্বর ২০২৫
জাপোরিঝিয়ায় আরও দুই গ্রাম দখলের দাবি মস্কোর। ছবি: সংগৃহীত
রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এলাকায় আরও দুইটি গ্রাম—মালা টোকমাচকা এবং রিভনোপিলিয়া—দখল করেছে। এএফপি–র উদ্ধৃতি দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ ফ্রন্টে তাদের অগ্রগতি বাড়ছে।
রুশ সেনারা যে আকাশচিত্র প্রকাশ করেছে তাতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সামনে রুশ পতাকা ওড়াতে দেখা গেছে।
মালা টোকমাচকার পতন জাপোরিঝিয়া শহরের দক্ষিণ–পূর্ব অংশের জন্য নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। বিশেষ করে ওরিখিভ এখন আরও ঝুঁকির মুখে। অন্যদিকে, রিভনোপিলিয়া দখল করায় রুশ বাহিনী গুলাইপোলের চারপাশে তাদের নিয়ন্ত্রণবলয় আরও দৃঢ় করেছে—উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের দখলকৃত এলাকা তারা একত্রিত করতে সক্ষম হয়েছে।
জাপোরিঝিয়া অঞ্চল চারটি ইউক্রেনীয় প্রদেশের একটি, যেগুলোকে মস্কো নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ওই অঞ্চলের বড় অংশই ইতোমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে।
একই সময়ে পূর্ব ফ্রন্টে পোকরোভস্ক শহর রক্ষায় ইউক্রেনীয় সেনারা ক্লান্ত, সংখ্যায় পিছিয়ে এবং অস্ত্র সংকটে ভুগছে। তবুও কিয়েভ জানিয়েছে তারা রাশিয়ার পূর্ণমাত্রার শীতকালীন আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে।
রাশিয়া যখন মাঠে অগ্রসর হচ্ছে, তখন ইউক্রেনও পাল্টা আঘাতে তৎপর। কিয়েভ জানিয়েছে, তারা সামারা অঞ্চলের নোভোকুইবিশেভস্ক তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এর আগে তারা মস্কোর কাছে আরেকটি শোধনাগারে সফল আঘাতের দাবি করেছিল।
ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার শক্তি ও অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন নিয়মিত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যাতে মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করা যায়।
