সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

জাপোরিঝিয়ায় আরও দুই গ্রাম দখলের দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৫:০১, ১৭ নভেম্বর ২০২৫

জাপোরিঝিয়ায় আরও দুই গ্রাম দখলের দাবি মস্কোর

জাপোরিঝিয়ায় আরও দুই গ্রাম দখলের দাবি মস্কোর। ছবি: সংগৃহীত

রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এলাকায় আরও দুইটি গ্রাম—মালা টোকমাচকা এবং রিভনোপিলিয়া—দখল করেছে। এএফপি–র উদ্ধৃতি দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ ফ্রন্টে তাদের অগ্রগতি বাড়ছে।

রুশ সেনারা যে আকাশচিত্র প্রকাশ করেছে তাতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সামনে রুশ পতাকা ওড়াতে দেখা গেছে।

মালা টোকমাচকার পতন জাপোরিঝিয়া শহরের দক্ষিণ–পূর্ব অংশের জন্য নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। বিশেষ করে ওরিখিভ এখন আরও ঝুঁকির মুখে। অন্যদিকে, রিভনোপিলিয়া দখল করায় রুশ বাহিনী গুলাইপোলের চারপাশে তাদের নিয়ন্ত্রণবলয় আরও দৃঢ় করেছে—উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের দখলকৃত এলাকা তারা একত্রিত করতে সক্ষম হয়েছে।

জাপোরিঝিয়া অঞ্চল চারটি ইউক্রেনীয় প্রদেশের একটি, যেগুলোকে মস্কো নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ওই অঞ্চলের বড় অংশই ইতোমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে।

একই সময়ে পূর্ব ফ্রন্টে পোকরোভস্ক শহর রক্ষায় ইউক্রেনীয় সেনারা ক্লান্ত, সংখ্যায় পিছিয়ে এবং অস্ত্র সংকটে ভুগছে। তবুও কিয়েভ জানিয়েছে তারা রাশিয়ার পূর্ণমাত্রার শীতকালীন আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে।

রাশিয়া যখন মাঠে অগ্রসর হচ্ছে, তখন ইউক্রেনও পাল্টা আঘাতে তৎপর। কিয়েভ জানিয়েছে, তারা সামারা অঞ্চলের নোভোকুইবিশেভস্ক তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এর আগে তারা মস্কোর কাছে আরেকটি শোধনাগারে সফল আঘাতের দাবি করেছিল।

ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার শক্তি ও অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন নিয়মিত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যাতে মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করা যায়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায়
হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলল সরকার
মানবতাবিরোধী অপরাধের মামলা রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডে কষ্ট পেয়েছেন আইনজীবী
খাগড়াছড়িতে সেনাবাহিনী বদলে দিয়েছে ভূয়াছড়ি পার্বত্যবাসীর জীবনমান
সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন চান হতাহতের পরিবার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘শোকর আলহামদুলিল্লাহ’ বললেন আসিফ নজরুল
গ্রেপ্তারের দিন থেকেই হাসিনা-কামালের সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
আপিলের জন্য আত্মসমর্পন করতে হবে শেখ হাসিনাকে
মানবতাবিরোধী অপরাধে কামালের মৃত্যুদণ্ড; মুক্তিযোদ্ধা থেকে সংসদ সদস্য-স্বরাষ্ট্রমন্ত্রী
আনন্দবাজারের প্রতিবেদন, আল্লা জীবন দিয়েছেন, আল্লাই নেবেন: অডিও বার্তায় শেখ হাসিনা
শেখ হাসিনার ফাঁসির রায়ে ‘মাইলফলক’ মন্তব্য সালাহউদ্দিনের
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড; ছাত্রলীগ নেত্রী থেকে চার মেয়াদের প্রধানমন্ত্রী
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন
সৌদির হোটেল কক্ষে দীঘিকে হাতে লেখা চিরকুট
হাসিনাকে খুঁজতে হারানো বিজ্ঞপ্তির মাইকিং
শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান
বাসার সামনে ককটেল বিস্ফোরণে ‘আতঙ্কিত নই’—সৈয়দা রিজওয়ানা
শেখ হাসিনার রায়; মাওয়া এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি তল্লাশি
ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ