দণ্ডিত আসামিদের প্রচার না করতে গণমাধ্যমকে এনসিএসএর সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯, ১৮ নভেম্বর ২০২৫
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যেকোনো দণ্ডিত ও পলাতক আসামির বক্তব্য বা প্রচার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।
সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে এনসিএসএ জানায়, সাম্প্রতিক সময় কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যম দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে, যা উদ্বেগজনক। এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে প্রচারিত বক্তব্যে সহিংসতা, অরাজকতা ও অপরাধমূলক কার্যকলাপের প্রত্যক্ষ আহ্বান বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়।
এনসিএসএ জানায়, দণ্ডিত ও পলাতক আসামির বক্তব্য প্রচার করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর বিরোধী।
অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী—ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত এমন কোনো তথ্য, যা দেশের অখণ্ডতা, নিরাপত্তা, জনশৃঙ্খলা বিঘ্নিত করে বা জাতিগত–ধর্মীয় বিদ্বেষ ছড়ায় কিংবা সহিংসতার আহ্বান জানায়—সেসব তথ্য অপসারণ বা ব্লক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
এ ছাড়া, অধ্যাদেশের ২৬(১) ধারা অনুযায়ী—যদি কেউ ছদ্ম পরিচয় ব্যবহার করে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য প্রচার করেন, তা দণ্ডনীয় অপরাধ।
ধারা ২৬(২) অনুযায়ী—এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা আরোপ করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করলেও সহিংসতা, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। আইনি দায়বদ্ধতাও বিবেচনায় রাখার আহ্বান জানায় সংস্থাটি।
