পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৪৬, ১৭ নভেম্বর ২০২৫
পাকিস্তানকে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত
ভারত–পাকিস্তান সীমান্ত উত্তেজনার নতুন প্রেক্ষাপটে পাকিস্তানকে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়।’ সাম্প্রতিক “অপারেশন সিন্দুর” ঘিরে তার বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
সোমবার নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’–এর উদ্বোধনী সেশনে জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিন্দুরের সফলতা ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তিন বাহিনীর সমন্বিত সক্ষমতার বাস্তব উদাহরণ।
এ অভিযান সম্পর্কে তিনি বলেন—“অপারেশন সিন্দুর ছিল কেবল ট্রেলার মাত্র। ভবিষ্যতে একই পরিস্থিতি তৈরি হলে আরও কঠিন জবাব দিতে আমরা প্রস্তুত।”
ভারতীয় সেনাপ্রধান জানান, অভিযানটি মাত্র ৮৮ ঘণ্টায় শেষ হলেও ভবিষ্যতে প্রয়োজন হলে চার মাস বা এমনকি চার বছর পর্যন্ত দীর্ঘ লড়াইও করতে হতে পারে। আর সে জন্য খাদ্য, অস্ত্র, গোলাবারুদ ও রসদ দীর্ঘমেয়াদিভাবে সংরক্ষণ ও মজুত রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপারেশন সিন্দুর থেকে ভারতীয় সেনাবাহিনী তিনটি বড় শিক্ষা পেয়েছে—বাহিনীগুলোর ঘনিষ্ঠ সমন্বয়,দীর্ঘমেয়াদি যুদ্ধের মতো সক্ষমতা তৈরি ও কমান্ড চেইনের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
দ্বিবেদীর মতে, বর্তমান সময়ে যুদ্ধ শুধুই সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়; নৌবাহিনী, বিমানবাহিনী, আধাসামরিক বাহিনীসহ সব ইউনিটের সমন্বিত শক্তি ছাড়া আধুনিক যুদ্ধ সম্ভব নয়।
ভারতীয় সেনাপ্রধান অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসবাদ এখনও ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন—“আমরা উন্নতির কথা বলি, কেউ বাধা দিলে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।”
তিনি আরও যোগ করেন, শান্তিপূর্ণ প্রক্রিয়া চাইলে ভারত সহযোগিতা করবে; কিন্তু সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একই ধরনের জবাব দেওয়া হবে।
