বন্দর ও টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৬, ১৭ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও কেরাণীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল ।ছবি: সমাকজাল
চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও কেরাণীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর শাহবাগ থেকে শুরু করে টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে এসে সংহতি সমাবেশ করে প্রগতিশীল সংগঠন ভুক্ত সংগঠনটির নেতাকর্মীরা ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম শীল।
এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহীন ভূঁইয়া, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএস এর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
সমাবেশে বাহাউদ্দিন শুভ বলেন, সরকার এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও কেরাণীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । দীর্ঘদিন ধরেই আমাদের এই প্লাটফর্ম রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ পথসভা করছে । আমাদের দাবি না মানলে আমরা হরতাল অবরোধের মতো লড়াই সংগ্রামের দিকে এগোব ।
ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, চট্টগ্রাম অঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। তার প্রতিবাদে বন্দর এলাকায় এ আইন জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা ফুলবাড়ী রক্ষায় আন্দোলন করেছি রক্ত দিয়েছি প্রয়োজনে চট্টগ্রাম রক্ষায় আবার রক্ত দেব। তবুও মানবিক করিডোর কিংবা বন্দর ইজারা দিতে দেব না।
