সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:২৩, ১৭ নভেম্বর ২০২৫

বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ

লস অ্যাঞ্জেলেসের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মানসূচক অস্কার হাতে টম ক্রুজ। ছবি:রয়টার্স

হলিউডের আইকনিক তারকা টম ক্রুজের ক্যারিয়ারে বড় সংযোজন হলো বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার। রবিবার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ গভর্নর্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ তার হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকোর অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু। অনুষ্ঠানের মঞ্চে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি টম ক্রুজ। সিনেমাকে কেন্দ্র করে তার দীর্ঘ পথচলার স্মৃতি তুলে ধরে তিনি আবেগঘন বক্তব্য দেন।

পুরস্কার গ্রহণের সময় ক্রুজ বলেন,‘সিনেমা আমাকে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেছে। ভিন্ন সংস্কৃতি, মানুষের মনের ভাষা ও অনুভূতি বোঝার সুযোগ দিয়েছে। আর অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, স্বপ্ন দেখি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।’

তিনি জানান, ছোটবেলায় অন্ধকার সিনেমা হলে পর্দায় আলো ছড়িয়ে পড়ার মুহূর্তেই গল্প বলার প্রতি তার ভালোবাসা জন্ম নেয়। সেই এক টুকরো আলোই তাকে চরিত্র নির্মাণ, অভিনয়শৈলী ও স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে টম ক্রুজ চারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন—‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ – সেরা অভিনেতা,‘জেরি ম্যাগুয়ার’ – সেরা অভিনেতা,‘ম্যাগনোলিয়া’ – সেরা পার্শ্ব অভিনেতা,‘টপ গান: ম্যাভেরিক’ – সেরা চলচ্চিত্রের প্রযোজক।

এবারের অনারারি অস্কার তাকে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তিদের কাতারে তুলে নিল।

এ বছরের গভর্নর্স অ্যাওয়ার্ডসে টম ক্রুজ ছাড়াও সম্মাননা পেয়েছেন—ডেবি অ্যালেন,উইন থমাস,মানবিক অবদানের জন্য ডলি পার্টন।

এমন বৈশ্বিক আসরে টম ক্রুজের সম্মানসূচক অস্কার প্রাপ্তি সিনেমাপ্রেমীদের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল
বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ
গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২২ বছর মেয়াদি চুক্তি