বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:২৩, ১৭ নভেম্বর ২০২৫
লস অ্যাঞ্জেলেসের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মানসূচক অস্কার হাতে টম ক্রুজ। ছবি:রয়টার্স
হলিউডের আইকনিক তারকা টম ক্রুজের ক্যারিয়ারে বড় সংযোজন হলো বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার। রবিবার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ গভর্নর্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ তার হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকোর অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু। অনুষ্ঠানের মঞ্চে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি টম ক্রুজ। সিনেমাকে কেন্দ্র করে তার দীর্ঘ পথচলার স্মৃতি তুলে ধরে তিনি আবেগঘন বক্তব্য দেন।
পুরস্কার গ্রহণের সময় ক্রুজ বলেন,‘সিনেমা আমাকে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেছে। ভিন্ন সংস্কৃতি, মানুষের মনের ভাষা ও অনুভূতি বোঝার সুযোগ দিয়েছে। আর অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, স্বপ্ন দেখি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।’
তিনি জানান, ছোটবেলায় অন্ধকার সিনেমা হলে পর্দায় আলো ছড়িয়ে পড়ার মুহূর্তেই গল্প বলার প্রতি তার ভালোবাসা জন্ম নেয়। সেই এক টুকরো আলোই তাকে চরিত্র নির্মাণ, অভিনয়শৈলী ও স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে টম ক্রুজ চারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন—‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ – সেরা অভিনেতা,‘জেরি ম্যাগুয়ার’ – সেরা অভিনেতা,‘ম্যাগনোলিয়া’ – সেরা পার্শ্ব অভিনেতা,‘টপ গান: ম্যাভেরিক’ – সেরা চলচ্চিত্রের প্রযোজক।
এবারের অনারারি অস্কার তাকে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তিদের কাতারে তুলে নিল।
এ বছরের গভর্নর্স অ্যাওয়ার্ডসে টম ক্রুজ ছাড়াও সম্মাননা পেয়েছেন—ডেবি অ্যালেন,উইন থমাস,মানবিক অবদানের জন্য ডলি পার্টন।
এমন বৈশ্বিক আসরে টম ক্রুজের সম্মানসূচক অস্কার প্রাপ্তি সিনেমাপ্রেমীদের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
