আরাধ্যার ১৪ বছরে অভিষেকের খোলামেলা স্বীকারোক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০৫, ১৭ নভেম্বর ২০২৫
চোখের পলকে বড় হলেন আরাধ্যা বচ্চন। এই বছর ১৪–তে পা দিলেন অমিতাভ–ঐশ্বর্যা–অভিষেকের পরিবারের ছোট্ট সদস্য। জন্ম থেকেই তিনি আলোচিত, কিন্তু কখনওই আলোড়ন কিংবা ফ্ল্যাশলাইটের সামনে তাঁকে অতিরিক্ত সময় দেখা যায়নি। এই সচেতন সিদ্ধান্তের পিছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? নিজের মুখেই জানালেন অভিষেক বচ্চন।
এক সাক্ষাৎকারে অভিষেক বলেন,“আরাধ্যা খুব স্বাভাবিক, খুব grounded একটি বাচ্চা। এর সম্পূর্ণ কৃতিত্ব ঐশ্বর্যার। আমার কাজের জন্য আমাকে বাইরে থাকতে হয়, শুটিং থাকে। ও-ই আরাধ্যার খেয়াল রাখে, ও-ই সব ব্যালেন্স করে।”
অভিনেতা আরও জানান—বিনোদনজগতের যাঁরা সদস্য, তাঁদের পরিবারের শিশুদের ওপর আলোচনার চাপ সবসময়ই থাকে। কিন্তু ঐশ্বর্যা কখনওই সেই চাপ আরাধ্যার জীবনে ঢুকতে দেননি।
অভিষেক বলেন,“আরাধ্যার সামনে বিনোদনজগতকে আমরা কখনও বড় করে তুলি না। খুব সাধারণভাবে পরিচয় করাই। দাদু-ঠাকুমা থেকে বাবা-মা—সবাই এই দুনিয়ার মানুষ, কিন্তু যেন ওর চোখ না ধাঁধিয়ে যায়, সেটা খুব সুন্দরভাবে সামলেছে ঐশ্বর্যা।”
আরাধ্যা যে স্টারকিড হয়েও সাধারণ পরিবেশে বড় হয়েছে, তা বহুবার নজরে এসেছে—স্কুল, বন্ধুবান্ধব, খেলাধুলা—এসবই তার জীবনের প্রধান অংশ।
বাবার ছবির ভক্ত কি আরাধ্যা?এই প্রশ্নে অভিষেক হেসে বলেন,“ও সবচেয়ে ভালোবাসে খেলতে, স্কুলে যেতে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। সিনেমা দেখা ওর খুব বড় প্যাশন নয়।”
আর অভিষেকের কোন ছবি ও সবচেয়ে পছন্দ করে? অভিনেতার জবাব—“ও খুব সৎ উত্তর দেবে, আর সেটা শুনতে আমি মানসিকভাবে প্রস্তুত নই!”
বচ্চন পরিবারের সিদ্ধান্ত একটাই—আরাধ্যা যেন পরিচিতির চাপে না পড়ে নিজের মতো বড় হতে পারে।
অভিষেক–ঐশ্বর্যা দু’জনেই চান, কন্যা নিজের ইচ্ছা ও আগ্রহ থেকে ভবিষ্যৎ গড়ুক, পরিবারে জন্মসূত্রে পাওয়া খ্যাতির কারণে নয়।
