সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

আরাধ্যার ১৪ বছরে অভিষেকের খোলামেলা স্বীকারোক্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:০৫, ১৭ নভেম্বর ২০২৫

আরাধ্যার ১৪ বছরে অভিষেকের খোলামেলা স্বীকারোক্তি

চোখের পলকে বড় হলেন আরাধ্যা বচ্চন। এই বছর ১৪–তে পা দিলেন অমিতাভ–ঐশ্বর্যা–অভিষেকের পরিবারের ছোট্ট সদস্য। জন্ম থেকেই তিনি আলোচিত, কিন্তু কখনওই আলোড়ন কিংবা ফ্ল্যাশলাইটের সামনে তাঁকে অতিরিক্ত সময় দেখা যায়নি। এই সচেতন সিদ্ধান্তের পিছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? নিজের মুখেই জানালেন অভিষেক বচ্চন।

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন,“আরাধ্যা খুব স্বাভাবিক, খুব grounded একটি বাচ্চা। এর সম্পূর্ণ কৃতিত্ব ঐশ্বর্যার। আমার কাজের জন্য আমাকে বাইরে থাকতে হয়, শুটিং থাকে। ও-ই আরাধ্যার খেয়াল রাখে, ও-ই সব ব্যালেন্স করে।”

অভিনেতা আরও জানান—বিনোদনজগতের যাঁরা সদস্য, তাঁদের পরিবারের শিশুদের ওপর আলোচনার চাপ সবসময়ই থাকে। কিন্তু ঐশ্বর্যা কখনওই সেই চাপ আরাধ্যার জীবনে ঢুকতে দেননি।

অভিষেক বলেন,“আরাধ্যার সামনে বিনোদনজগতকে আমরা কখনও বড় করে তুলি না। খুব সাধারণভাবে পরিচয় করাই। দাদু-ঠাকুমা থেকে বাবা-মা—সবাই এই দুনিয়ার মানুষ, কিন্তু যেন ওর চোখ না ধাঁধিয়ে যায়, সেটা খুব সুন্দরভাবে সামলেছে ঐশ্বর্যা।”

আরাধ্যা যে স্টারকিড হয়েও সাধারণ পরিবেশে বড় হয়েছে, তা বহুবার নজরে এসেছে—স্কুল, বন্ধুবান্ধব, খেলাধুলা—এসবই তার জীবনের প্রধান অংশ।

বাবার ছবির ভক্ত কি আরাধ্যা?এই প্রশ্নে অভিষেক হেসে বলেন,“ও সবচেয়ে ভালোবাসে খেলতে, স্কুলে যেতে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। সিনেমা দেখা ওর খুব বড় প্যাশন নয়।”

আর অভিষেকের কোন ছবি ও সবচেয়ে পছন্দ করে? অভিনেতার জবাব—“ও খুব সৎ উত্তর দেবে, আর সেটা শুনতে আমি মানসিকভাবে প্রস্তুত নই!”

বচ্চন পরিবারের সিদ্ধান্ত একটাই—আরাধ্যা যেন পরিচিতির চাপে না পড়ে নিজের মতো বড় হতে পারে।

অভিষেক–ঐশ্বর্যা দু’জনেই চান, কন্যা নিজের ইচ্ছা ও আগ্রহ থেকে ভবিষ্যৎ গড়ুক, পরিবারে জন্মসূত্রে পাওয়া খ্যাতির কারণে নয়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায়
হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলল সরকার
মানবতাবিরোধী অপরাধের মামলা রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডে কষ্ট পেয়েছেন আইনজীবী
খাগড়াছড়িতে সেনাবাহিনী বদলে দিয়েছে ভূয়াছড়ি পার্বত্যবাসীর জীবনমান
সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন চান হতাহতের পরিবার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘শোকর আলহামদুলিল্লাহ’ বললেন আসিফ নজরুল
গ্রেপ্তারের দিন থেকেই হাসিনা-কামালের সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
আপিলের জন্য আত্মসমর্পন করতে হবে শেখ হাসিনাকে
মানবতাবিরোধী অপরাধে কামালের মৃত্যুদণ্ড; মুক্তিযোদ্ধা থেকে সংসদ সদস্য-স্বরাষ্ট্রমন্ত্রী
আনন্দবাজারের প্রতিবেদন, আল্লা জীবন দিয়েছেন, আল্লাই নেবেন: অডিও বার্তায় শেখ হাসিনা
শেখ হাসিনার ফাঁসির রায়ে ‘মাইলফলক’ মন্তব্য সালাহউদ্দিনের
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড; ছাত্রলীগ নেত্রী থেকে চার মেয়াদের প্রধানমন্ত্রী
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন
সৌদির হোটেল কক্ষে দীঘিকে হাতে লেখা চিরকুট
হাসিনাকে খুঁজতে হারানো বিজ্ঞপ্তির মাইকিং
শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান
বাসার সামনে ককটেল বিস্ফোরণে ‘আতঙ্কিত নই’—সৈয়দা রিজওয়ানা
শেখ হাসিনার রায়; মাওয়া এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি তল্লাশি
ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ