সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৩, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ১৭ নভেম্বর ২০২৫

ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ

ঐতিহাসিক রায়কে ঘিরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ / ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর ঐতিহাসিক রায়কে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সেই প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।

দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি সোমবার (১৭ নভেম্বর) এক লিখিত বিবৃতিতে রায়টিকে “প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার পদক্ষেপ” বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, অনুপস্থিত অবস্থায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ না দিয়ে, অসাংবিধানিক সরকারের অধীনে গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনাল থেকে যেভাবে রায় দেওয়া হলো—তা ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করে না। জাসদ মনে করে, “একপাক্ষিক ও একচেটিয়া প্রক্রিয়ায় সাজানো মামলার এই রায় বর্তমান সময়েই নয়, ভবিষ্যতের ইতিহাসেও কলঙ্ক হিসেবে চিহ্নিত হবে।”

দলটি অভিযোগ করেছে যে জনগণের সার্বভৌমত্ব ও সংসদীয় কর্তৃত্বকে অস্বীকার করে অধ্যাদেশ–নির্ভর সংশোধিত আইনের আওতায় বিচার পরিচালনা স্বচ্ছতা হারায়, এবং এটি ন্যায়বিচারের মৌল নীতির পরিপন্থী।

জাসদ জানায়, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করার যে প্রবণতা সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোতে স্পষ্ট, এই রায় তারই ধারাবাহিকতা। 

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ন্যায়বিচারবহির্ভূত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেকোনো বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে। এই রায় বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আইনের শাসনের পথে বিভ্রান্তিকর দৃষ্টান্ত স্থাপন করবে।”

একই সঙ্গে দলটি মনে করে, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার বানালে রাষ্ট্রক্রমের প্রতি জনগণের আস্থা দুর্বল হয়ে পড়ে এবং ন্যায়বিচারের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল
বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ
গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২২ বছর মেয়াদি চুক্তি