৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৫৫, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩২, ১৭ নভেম্বর ২০২৫
২০২৫ আইপিএলের নিলাম।ছবি: ফার্স্ট পোস্ট
আইপিএলের মিনি নিলাম আবারও জমজমাট হতে চলেছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবে বহুল প্রত্যাশিত নিলাম। এর আগে ১৫ নভেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রিটেইন করা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে।
সব দল মিলিয়ে ১৭৩ ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় আছেন ৪৯ জন। রিটেইনড ক্রিকেটারদের পেছনে খরচ হয়েছে ১০১২ কোটি রুপি—যা নিলামের আগেই বাজেটের বড় একটি অংশ গিলে ফেলেছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী মোট ৭৭টি খেলোয়াড়ের জায়গা এখনো ফাঁকা। বিদেশি কোটা রয়েছে ৩১টি। সব দল মিলিয়ে খেলোয়াড় কেনার জন্য হাতে আছে ২৩৭.৫৫ কোটি রুপি।
মিনি নিলামের আগে বাজেটের দিক দিয়ে সবার উপরে কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দল অবশিষ্ট টাকা নিতে পারবে
কলকাতা নাইট রাইডার্স ৬৪.৩ কোটি রুপি ১৩ জন
চেন্নাই সুপার কিংস ৪৩.৪ কোটি রুপি ৯ জন
সানরাইজার্স হায়দরাবাদ ২৫.৫ কোটি রুপি ১০ জন
লখনৌ সুপার জায়েন্টস ২২.৯৫ কোটি রুপি ৬ জন
দিল্লি ক্যাপিটালস ২১.৮ কোটি রুপি ৮ জন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬.৪ কোটি রুপি ৮ জন
রাজস্থান রয়্যালস ১৬.০৫ কোটি রুপি ৯ জন
গুজরাট টাইটান্স ১২.৯ কোটি রুপি ৫ জন
পাঞ্জাব কিংস ১১.৫ কোটি রুপি ৪ জন
মুম্বাই ইন্ডিয়ান্স ২.৭৫ কোটি রুপি ৫ জন
নজর কাড়ছে কেকেআর
২০২৪ মৌসুমে শক্তিশালী স্কোয়াড নিয়ে খেললেও এবার নিলামে বাজেটের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ৬৪ কোটি রুপি নিয়ে তারা একাধিক বড় নাম দলে ভেড়াতে পারে। অন্যদিকে, পাঞ্জাব কিংস রেকর্ড ২১ জন ক্রিকেটার ধরে রেখে এখন নিতে পারবে মাত্র ৪ জন।
৭৭ টি স্লট, ২৩৭ কোটি রুপির বাজেট, আর ফ্র্যাঞ্চাইজিদের লড়াই—সব মিলিয়ে আবুধাবির নিলাম হবে চোখ ধাঁধানো। কে কোন দলে যাবে, কোন দল বাজিমাত করবে—সে উত্তাপ এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে।
