তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২২, ১৭ নভেম্বর ২০২৫
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ভাইয়ের বাসায় ঢুকে বিক্ষুব্ধ লোকজন একটি গাড়িতে আগুন দিয়েছে। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর রাজধানীর তুরাগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ভাইয়ের বাসায় ঢুকে বিক্ষুব্ধ লোকজন একটি গাড়িতে আগুন দিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল চারটার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই নেতার বাড়ির পাশে অবস্থিত তার ভাই নাদিম হাসানের বাসার সীমানার ভেতরে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম। এতে আগুন বাড়ির অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।
আগুনে মাইক্রোবাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। দূর থেকে ওই বাড়ির ভেতর থেকে ধোয়া বের হতে হতে দেখেছেন এলাকাবাসীর অনেকে। তারা মনে করেছেন, সাবেক সংসদ সদস্যের বাসায় আগুন লেগেছে।
তুরাগ থানার ওসি আরও বলেন, নাদিম হাসানের এ বাসার কাছেই সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাসা।
গাড়িটিতে আগুন লাগার বিষয়ে ওসি বলেন, একদল লোক হুট করে ভেতরে ঢুকে বাড়ির সীমানার ভেতরে খোলা জায়গায় থেমে থাকা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
গাড়িতে আগুনের বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আলম হোসেন বলেন, “বিকেলে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২৩ নম্বর সড়কে একটি তুলার গুদামে আগুন লাগে। সেটা নেভানোর কাজ করার সময় সাবেক সদস্যের ভাইয়ের বাসায় আগুনের খবর আসে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন নিভে গেছে। আমরাদের কাজ করতে হয়নি। পরে দেখা যায় বাড়ির চৌহদ্দির ভেতরে একটি মাইক্রোবাস পুড়ে গেছে।”
তুলার গুদামের আগুন প্রসঙ্গে তিনি বলেন, এক হাজার বর্গফুটের এ গুদামে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশের দোকানে ছড়াতে পারেনি।
