মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:১০, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:১২, ১৭ নভেম্বর ২০২৫

সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি

শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় প্রকাশের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)। সংস্থাটি বলেছে— তারা যে কোনও পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এবং এই মামলাটিও তার ব্যতিক্রম নয়।

সোমবার (১৭ নভেম্বর) জেনেভা থেকে প্রকাশিত বিবৃতিতে ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “আমরা বিচার প্রক্রিয়ার খুঁটিনাটি সম্পর্কে পুরোপুরি অবগত নই। আমাদের অবস্থান সবসময়ই পরিষ্কার— জবাবদিহিমূলক যে কোনও কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচারের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “এখানে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় হলো— অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে— তা ব্যক্তি যেই হোন না কেন, যে অভিযোগই থাকুক না কেন।”

শামদাসানি মন্তব্য করেন, ঢাকা থেকে ঘোষিত এই রায় গত বছরের বিক্ষোভ দমনের সময় মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি স্মরণ করিয়ে দেন যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকে সংস্থাটি বারবার দাবি জানিয়েছে—
অপরাধে নির্দেশদাতা বা নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদেরও বিচারের আওতায় আনতে হবে
আন্তর্জাতিক মানদণ্ড মেনে জবাবদিহি নিশ্চিত করতে হবে
ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ দিতে হবে

রায়ের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জাতিসংঘ সব পক্ষকে সংযমী আচরণের আহ্বান জানিয়েছে। মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করবে।

তার মতে, ভবিষ্যতে এমন লঙ্ঘন রোধে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, গভীর ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার অত্যন্ত জরুরি।

জাতিসংঘের ভাষ্য— রায় যাই হোক, বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও মানবাধিকার মানদণ্ডের প্রতি সম্মান দেখানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে : রণধীর জয়সওয়াল
দণ্ডিত আসামিদের প্রচার না করতে গণমাধ্যমকে এনসিএসএর সতর্কতা
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া; সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি
মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ
ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক
নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল