কোনও উপসর্গ ছিল না— রুটিন টেস্টে ধরা পড়েছিল স্তন ক্যানসার
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২৩:৪৯, ১৭ নভেম্বর ২০২৫
গ্রাফিক্স
বলিউড তারকা মহিমা চৌধুরী নিজের জীবনের কঠিনতম অধ্যায়— স্তন ক্যানসারের সঙ্গে লড়াই— প্রকাশ্যে এনেছিলেন ২০২২ সালে। এরপর থেকে তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং সচেতনতার এক গুরুত্বপূর্ণ মুখ। সম্প্রতি ‘ইয়ং উইমেন ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৫’-এ এসে তিনি যেটা বললেন, তা প্রতিটি নারীর জন্য স্পষ্ট সতর্কবার্তা।
মহিমার কথায়, “আমার কোনও উপসর্গ ছিল না।” নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে করা স্ক্রিনিংতেই ধরা পড়ে তাঁর স্তন ক্যানসার। কোনও ব্যথা, কোনও শারীরিক অসুস্থতা, কোনও দৃশ্যমান পরিবর্তন না থাকলেও দেহের ভেতরে নীরবে বাড়ছিল বিপদ। আর এই কারণেই তিনি আজ প্রত্যেক নারীকে অনুরোধ করছেন— উপসর্গের জন্য অপেক্ষা না করে নিয়মিত পরীক্ষা করুন।
মহিমা জানান, প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার শনাক্ত করা অনেক সময় নিজের পক্ষে সম্ভব নয়।
তিনি স্পষ্টভাবে বলেন—“এই রোগকে প্রাথমিক অবস্থায় নিজে থেকে চেনা খুব কঠিন। শুধু পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা যায়।”
তাই তার পরামর্শ—
নিয়মিত স্ক্রিনিং
বছরে অন্তত একবার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা
পরিবারে ক্যানসার ইতিহাস থাকলে আরও সতর্কতা
মহিমা বলেন, গত তিন-চার বছরে ক্যানসার চিকিৎসায় ভারত উল্লেখযোগ্য উন্নতি করেছে।
তিনি উল্লেখ করেন—অনেক জেনেরিক ওষুধ এখন আগের তুলনায় সস্তা,ফার্মা কোম্পানিগুলোর সহায়তা বেড়েছে,বিভিন্ন রোগীর অনুপ্রেরণামূলক গল্প তাকেও লড়াইয়ের শক্তি দিয়েছে।
চিকিৎসা ও লড়াইয়ের পর মহিমা আবারও সিনেমায় ফিরেছেন—সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য সিগনেচার’,
সামনে রয়েছে ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’।
কিন্তু তার প্রধান লক্ষ্য— আরও নারীদের সচেতন করা। মহিমা যে বলিউডের পরিচিত মুখ, সেটা তাঁর বার্তাকে আরও প্রভাবশালী করে তুলেছে।
