হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন: ভোলায় ছাত্রশিবির সভাপতি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪, ১৮ নভেম্বর ২০২৫
বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না। তার পরিণতি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে।”
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে ছাত্রশিবিরের ভোলা পৌর শাখার প্রতিনিধি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এসময় জাহিদুল ইসলাম বলেন, “আমরা চাই দেশে ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক কালচার গড়ে উঠুক। যেখানে খুন, দমন–পীড়ন বা ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান থাকবে না।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায়ের বিচার কার্যকর করবে।”
সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি আরও বলেন, “শুধু জুলাই–আগস্ট নয়, বাংলাদেশে হত্যার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ।”
ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইনসহ স্থানীয় নেতারা।
