চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭:১৪, ১৮ নভেম্বর ২০২৫
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন দায়িত্বে যোগ দিয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি জনবান্ধব, স্বচ্ছ ও মানবিক প্রশাসন তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।
ইতিপূর্বে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলভাবে। প্রশাসনিক অভিজ্ঞতার সেই ধারাবাহিকতায় দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জেলা চট্টগ্রামে কাজ করার সুযোগ পেলেন এই ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণের পর জাহিদুল ইসলাম মিঞা বলেন,“চট্টগ্রামের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।”
তিনি জেলার চলমান উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ, নাগরিক সেবার ডিজিটাল রূপান্তর এবং মাঠ প্রশাসনের দ্রুত প্রতিক্রিয়াশীলতা নিশ্চিত করার প্রতিও অঙ্গীকার ব্যক্ত করেন।
গত ১৩ নভেম্বর জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এর আগে একই ব্যাচের কর্মকর্তা ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রাম ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তিনি ১৯ অক্টোবর চট্টগ্রামে যোগ দিয়ে ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলাম মিঞার যোগদানকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।
