সার নীতিমালা বাতিলের দাবি বিএফএ’র
প্রকাশ: ১৭:২৪, ১৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট, ছবি: সমাজকাল
ব্রাহ্মণবাড়িয়ার সার ব্যবসায়ীরা কৃষকের স্বার্থ রক্ষায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা–২০২৫’ বাতিল করে পুরোনো ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে সার বিতরণ ব্যবস্থা কয়েকজন ডিলারের হাতেই কেন্দ্রীভূত হবে এবং কৃষক সার সিন্ডিকেটের চাপে পড়বে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির জেলা সভাপতি মো. জালাল উদ্দিন।
জালাল উদ্দিন জানান,২০০৯ সালের নীতিমালায় প্রতি ইউনিয়নে ১ জন ডিলার, ২ জন সাব-ডিলার এবং ৯ জন খুচরা বিক্রেতার মাধ্যমে সার কৃষকের হাতে পৌঁছাতো।
কিন্তু ২০২৫ সালের নীতিমালায় প্রতি ইউনিয়নে মাত্র ৩ জন ডিলার রাখার প্রস্তাব করা হয়েছে, যেখানে আর কোনও সাব-ডিলার বা খুচরা বিক্রেতা থাকবে না।
তিনি অভিযোগ করেন, “সাব-ডিলার ও খুচরা বিক্রেতা বাদ দিলে সার সরবরাহ কয়েকজন ডিলারের হাতে কেন্দ্রীভূত হবে। এতে সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা বাড়বে, আর এর সরাসরি ক্ষতি হবে কৃষকের।”
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়—তিন ডিলারের মধ্যে বরাদ্দ ভাগ হওয়ায় প্রতিটি ইউনিয়নে সার বিতরণ তিনভাগে ছড়িয়ে পড়বে, যা মাঠ পর্যায়ে ‘অরাজকতা’ তৈরি করতে পারে।
নতুন গুদাম ও বিক্রয়কেন্দ্র স্থাপনে অতিরিক্ত ব্যয় হবে, যা ডিলার এবং কৃষক—উভয় পক্ষের ওপর চাপ সৃষ্টি করবে।সঠিক সময়ে সার পৌঁছানো কঠিন হয়ে পড়বে, মাঠ পর্যায়ে সরবরাহে জটিলতা দেখা দেবে।এ সময় ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবিও জানান নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিএফএ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. ইব্রাহিম মোল্লা ও মো. সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া প্রমুখ।
