মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

কোহলি-শচীনও ইডেনে টিকতে পারতেন না—পিচ নিয়ে হরভজন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৫

কোহলি-শচীনও ইডেনে টিকতে পারতেন না—পিচ নিয়ে হরভজন

ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। ছবি: স্পোর্টস গুরুকূল জিও্এলএন

ভারতীয় ব্যাটিং লাইন-আপের বিপর্যয় নিয়ে আবারও উত্তপ্ত বিতর্ক। ইডেন গার্ডেন্সের পিচে মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে গুটিয়ে যায় ভারত, মাত্র তিন ঘণ্টার মধ্যেই ধস নামে ইনিংসে। ম্যাচে ৩০ রানে পরাজয়, আর এরপরই ক্ষোভ উগরে দিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং।

নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেন—`এই পিচে শচীন তেণ্ডুলকর বা বিরাট কোহলির মতো ব্যাটারও টিকতে পারতেন না। এখানে টেকনিক কোনও কাজে আসত না, পিচই সব কিছু স্থির করে দেয়।‘

হরভজনের মতে, ইডেনের এই উইকেট টেস্ট ক্রিকেটের স্বাভাবিক চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর মন্তব্য—`টেস্ট ক্রিকেটের প্রয়াণ ঘটেছে বলেই মনে হয়... বিশেষ করে ভারতীয় টেস্ট ক্রিকেটে। এখানে বল আচমকাই লাফাচ্ছে, কখনও নিচু হয়ে যাচ্ছে, যা ব্যাটারদের জন্য অপ্রত্যাশিত। এটা নতুন কিছু নয়—বছরের পর বছর ধরে এমন পিচই তৈরি হচ্ছে।‘

২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন ভাজ্জি। সেই ইতিহাস সাক্ষী রেখেই তিনি বলেন—`সত্যিকারের টেস্ট ক্রিকেট বলতে যা বোঝায়, তা ইংল্যান্ডে হয়েছে। কিন্তু ভারতে আমরা পিচের চরিত্র নিয়েই লড়ছি।‘

ঘরের মাঠেও ভারতীয় ব্যাটারদের দুর্বলতা প্রকট। ১২৪ রানের তাড়া করতে নেমে একে একে উইকেট হারিয়ে যেন ‘তাসের ঘর’-এর ভাঙন।

সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দর—৩১

শেষদিকে অক্ষর প্যাটেল দু’টি ছক্কায় ম্যাচে ফিরতে চাইলেও শেষ হাসি ছিল না তার কপালে

ড্রেসিংরুমে ভয়ের বাতাবরণ—আঙ্গুল তুললেন কাইফ

পিচ বিতর্কের মাঝেই নতুন অভিযোগ আনলেন প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। তার দাবি—গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টে নাকি তৈরি হয়েছে ‘ভয়ের আবহ’।

কাইফ বলেন—`খেলোয়াড়রা এখন দলে জায়গা নিয়ে অনিশ্চিত। আগের মতো খোলামেলা ড্রেসিংরুম পরিবেশ নেই। ফলে ব্যাটসম্যানরা স্বাধীনভাবে খেলতেই পারছেন না।‘

একদিকে পিচ নিয়ে হরভজনের তোপ, অন্যদিকে ড্রেসিংরুম মনোভাব নিয়ে কাইফের প্রশ্ন—সব মিলিয়ে ভারতের টেস্ট ক্রিকেট ঘিরে বিতর্ক আরও ঘনীভূত।

তবে সবচেয়ে জোরালো বাক্যটি এসেছে ভাজ্জির মুখেই—`এই পিচে শচীন বা কোহলিও ব্যাট করতে পারতেন না।‘ ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর সেই মন্তব্যই এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার