স্লোভাকিয়াকে ৬–০ তে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জার্মানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৩৭, ১৮ নভেম্বর ২০২৫
জার্মান ফুটবল আবারও তাদের অপ্রতিরোধ্য শক্তির প্রমাণ রাখল। লাইপজিগের রেড বুল এরেনায় স্লোভাকিয়াকে ৬–০ ব্যবধানে বিধ্বস্ত করে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসমানের দল। গ্রুপ–এ তে শীর্ষস্থান নিশ্চিত করতে জার্মানির প্রয়োজন ছিল কেবল পরাজয় এড়ানো; কিন্তু তারা করল তার চেয়েও অনেক বেশি—এক তরুণ, এক অভিজ্ঞ এবং এক সুপারস্টারের সম্মিলিত গোল-বন্যা।
দুই মাস আগে ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিত হার শোধ করতে নামা জার্মানরা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম্যাচের ১৮ মিনিটে নিউক্যাসল স্ট্রাইকার নিক ওল্টেমাডে দুর্দান্ত হেডে জার্মানিকে এগিয়ে নেন। এটি ছিল তার টানা তিন ম্যাচে চতুর্থ আন্তর্জাতিক গোল—ফর্মের তুঙ্গে থাকা এই তরুণের ধারাবাহিকতা আবারও প্রমাণিত হলো।
২৯তম মিনিটে লিয়ন গোরেৎসকার মাস্টারক্লাস থ্রু-বল ধরে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন সের্জ জিনাব্রি। এরপর খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেন লেরয় সানে। ৩৬ ও ৪১তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত লব-পাসে জোড়া গোল করে প্রথমার্ধেই ম্যাচ কার্যত শেষ করে দেন তিনি। একবার নিয়ন্ত্রিত নিচু শটে, অন্যবার দুর্দান্ত ভলিতে—দুই ভিন্ন ধরনের দুটি গোলই দর্শকদের মুগ্ধ করে।
বিরতির পরও জার্মানির আক্রমণ কমেনি। ৬৪তম মিনিটে জিনাব্রির পাসে রিডলে বাকু দলকে পঞ্চম গোল উপহার দেন। এরপর এলো ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত—মাত্র এক মিনিট মাঠে থেকে ৭৯তম মিনিটে গোল করে ১৭ বছর বয়সী ডেবিউট্যান্ট আসান ওউয়েদ্রাওগো গড়লেন ইতিহাস। গত ৭১ বছরে এত কম বয়সে কোনো জার্মান খেলোয়াড় তার অভিষেকে গোল করতে পারেননি।
অন্যদিকে স্লোভাকিয়াও ম্যাচে ফিরে আসার কিছুটা চেষ্টা করেছিল। দাভিদ দুরিসের দুটি সম্ভাব্য গোল ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক অলিভার বাউমান। কিন্তু এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি অতিথিরা।
ম্যাচ শুরুর আগে দুটি দলই সমান ১২ পয়েন্টে ছিল। গত মাসে নর্দান আয়ারল্যান্ডের কাছে স্লোভাকিয়ার অপ্রত্যাশিত হারের পর জার্মানির সামনে সুযোগ তৈরি হয় শীর্ষস্থান দখলের, যা তারা অসাধারণভাবে লুফে নেয়। টানা চার জয়ে বাছাই পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রতিষ্ঠা করল নাগেলসমানের দল।
এখন জার্মানির নজর ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির দিকে, যেখানে উত্তর আমেরিকার মাটিতে তারা পুনরায় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামবে। আর স্লোভাকিয়াকে বিশ্বকাপের স্বপ্ন বাঁচাতে নামতে হবে কঠিন প্লে-অফে।
