মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিশ্বকাপের পর ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:০৮, ১৮ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের পর ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান!

২০২৬ সালের বিশ্বকাপ শেষে ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে বড় পরিবর্তন আসছে। দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন কোচ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান—ফরাসি একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছেন জিনেদিন জিদান। অর্থাৎ, বিশ্বকাপের পর দেশমের উত্তরসূরি হিসেবে ডাগআউটে দেখা যাবে ‘জিজু’কে।

ফরাসি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, জিদানের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে এবং দায়িত্ব গ্রহণের ব্যাপারে দুই পক্ষই সম্মত। যদিও ফেডারেশন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে—২০২৬ বিশ্বকাপের পরই জিদান দায়িত্ব নিচ্ছেন।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদান ইতিহাস গড়েছিলেন দুই দফায়—২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত তিনি ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা উপহার দেন। মাঠের সাফল্যের মতোই ডাগআউটেও তার শান্ত, কৌশলী নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারেই কোচিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন জিদান। তিনি বলেছিলেন, “খুব তাড়াতাড়ি আমাকে আবার ম্যানেজার হিসেবে দেখা যাবে।” তবে কোন দল বা কোন দায়িত্বে ফিরবেন—সে বিষয়ে তখন কিছুই জানাননি ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী নায়ক।

এদিকে দেশমও সম্প্রতি নিশ্চিত করেছেন যে ২০২৬ বিশ্বকাপই তার শেষ মিশন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনেই ফ্রান্স দল পেয়েছে বিশ্বকাপ, নেশন্স লিগ এবং ইউরোর ফাইনাল—এক কথায় ফরাসি ফুটবলের সোনালি যুগ।

ফ্রান্সের ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন—জিনেদিন জিদানের অধীনে কেমন নতুন রূপে দেখা যাবে ‘লে ব্লু’দের?

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক