বিশ্বকাপের পর ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:০৮, ১৮ নভেম্বর ২০২৫
২০২৬ সালের বিশ্বকাপ শেষে ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে বড় পরিবর্তন আসছে। দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন কোচ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান—ফরাসি একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছেন জিনেদিন জিদান। অর্থাৎ, বিশ্বকাপের পর দেশমের উত্তরসূরি হিসেবে ডাগআউটে দেখা যাবে ‘জিজু’কে।
ফরাসি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, জিদানের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে এবং দায়িত্ব গ্রহণের ব্যাপারে দুই পক্ষই সম্মত। যদিও ফেডারেশন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে—২০২৬ বিশ্বকাপের পরই জিদান দায়িত্ব নিচ্ছেন।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদান ইতিহাস গড়েছিলেন দুই দফায়—২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত তিনি ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা উপহার দেন। মাঠের সাফল্যের মতোই ডাগআউটেও তার শান্ত, কৌশলী নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারেই কোচিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন জিদান। তিনি বলেছিলেন, “খুব তাড়াতাড়ি আমাকে আবার ম্যানেজার হিসেবে দেখা যাবে।” তবে কোন দল বা কোন দায়িত্বে ফিরবেন—সে বিষয়ে তখন কিছুই জানাননি ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী নায়ক।
এদিকে দেশমও সম্প্রতি নিশ্চিত করেছেন যে ২০২৬ বিশ্বকাপই তার শেষ মিশন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনেই ফ্রান্স দল পেয়েছে বিশ্বকাপ, নেশন্স লিগ এবং ইউরোর ফাইনাল—এক কথায় ফরাসি ফুটবলের সোনালি যুগ।
ফ্রান্সের ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন—জিনেদিন জিদানের অধীনে কেমন নতুন রূপে দেখা যাবে ‘লে ব্লু’দের?
