৯০৫ দিন পর ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৫৫, ১৮ নভেম্বর ২০২৫
৯০৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজেদের ঘর ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে পুনর্নির্মিত এই স্টেডিয়ামে আবারও মাঠে নামছে কাতালান ক্লাবটি—সোমবার এমনটাই জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ।
২০২২–২৩ মৌসুমের শেষ দিকে পুরনো ক্যাম্প ন্যুর সংস্কার শুরু হয়। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ থেকে বার্সেলোনাকে মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামে খেলতে বাধ্য হতে হয়। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক বছর দেরিতে খুলছে নতুন ক্যাম্প ন্যু, কারণ ১.৫ বিলিয়ন ইউরোর এই বিশাল প্রকল্প বারবার নির্মাণ জটিলতায় আটকে ছিল।
প্রাথমিকভাবে স্টেডিয়ামটি ৪৫,৪০১ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। তবে ওপরের তলার কাজ শেষ হলে নতুন ক্যাম্প ন্যু হবে ইউরোপের অন্যতম বৃহৎ স্টেডিয়াম—ধারণক্ষমতা পৌঁছাবে ১ লাখ ৫ হাজারে।
চলতি নভেম্বরের শুরুতে পরীক্ষামূলকভাবে স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়, যেখানে ২৩ হাজার দর্শক ওপেন ট্রেনিং সেশন উপভোগ করেন।
বার্সেলোনা আশা করছে, ৯ ডিসেম্বর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচও ন্যু ক্যাম্পে আয়োজনের অনুমতি দেবে উয়েফা। মৌসুমের শুরুতে নিরাপত্তাজনিত কারণে দুই ম্যাচ খেলতে হয়েছিল ক্ষুদ্র ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা মাত্র ৬,০০০।
পুরনো ন্যু ক্যাম্প তৈরি হয়েছিল ১৯৫৭ সালে, ধারণক্ষমতা ছিল প্রায় ৯৯ হাজার। নতুন প্রকল্প অনুযায়ী স্টেডিয়ামটিতে স্থাপন করা হবে পুরোপুরি একটি আধুনিক ছাদ, যা ২০২৭ সালের গ্রীষ্মে বসানোর পরিকল্পনা রয়েছে—এটিও সময়সূচির চেয়ে এক বছর পিছিয়ে যাচ্ছে।
ক্যাম্প ন্যুর পুনরাগমন শুধু স্টেডিয়াম সংস্কারের গল্প নয়; এটি বার্সেলোনা ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। সমর্থকদের প্রত্যাবর্তন এবং ঘরের মাঠের আবহ আবার ফিরে পেতে বাকি মাত্র কয়েকদিন।
