এশিয়ান কাপ রাইজিংএ সেমির দরজায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৭, ১৮ নভেম্বর ২০২৫
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টানা দ্বিতীয় ম্যাচে সোমবার দোহায় তারা ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনালের দুয়ার প্রায় খুলে ফেলেছে।
বাংলাদেশ দলে জয়ের ভিত গড়ে দেন বোলাররা। মাত্র ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট আফগানিস্তান।
রিপন মন্ডল ১০ রানে ৩ উইকেট
রাকিবুল হাসান মাত্র ৭ রানে ৩ উইকেট
এসএম মেহরব নেন ২ উইকেট
আফগান ব্যাটারদের মধ্যে কেবল অধিনায়ক দারউইশ রসুলি কিছুটা প্রতিরোধ গড়েন—২৮ বলে ২৭ রান। ইজাজ আহমেদ ও কায়েস আহমেদ করেন ১২ করে। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি।
৭৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় ওপেনাররা খুব একটা সুবিধা করতে পারেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১৩ বলে ১০, আর জিসান আলম ১৬ বলে ১০ রান করে ফেরেন।
কিন্তু এরপর দায়িত্ব নেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন।
আবরার: ২২ বলে ২৪*
অঙ্কন: ৩০ বলে ২৭*
তাদের শান্ত ইনিংসে ৮ উইকেটের জয়ের পাশাপাশি সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।
