সাতদিনের মধ্যে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৮, ১৮ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
ঢাকা উত্তরের রাস্তাঘাট, ফুটপাত আর বাড়ির দেয়ালে ছড়িয়ে থাকা অবৈধ ব্যানার–ফেস্টুন, পোস্টার ও বিজ্ঞাপন নিজ দায়িত্বে সরিয়ে ফেলার কড়া নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী সাতদিনের মধ্যে এসব অপসারণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গণবিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই বহু স্থানে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ভবনের ছাদ বা দেয়ালে বিজ্ঞাপনের সাইনবোর্ড, নামফলক, এলইডি ও বিলবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো নগরীর সৌন্দর্য নষ্টের পাশাপাশি পথচারীদের চলাচল ও নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।
তাই আগামী এক সপ্তাহের ভেতর যারা এসব অবৈধ প্রচারণা–সামগ্রী লাগিয়েছেন, তাদেরকেই এগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালাবে এবং পাশাপাশি মালিকপক্ষের বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য আইনানুগ পদক্ষেপ নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ডিএনসিসি জানায়, শৃঙ্খলা আনা এবং নগরের সৌন্দর্য ফেরাতেই এই উদ্যোগ।
