টেকসই ফ্যাশন আর ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন
রাজীব শাঁখারী
প্রকাশ: ১৫:১১, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:২০, ১৮ নভেম্বর ২০২৫
ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫। ছবি: অফিশিয়াল ইনস্টাগ্রাম
'টেকসই ফ্যাশন আর ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন' শিরোনামে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫। কিছুদিন আগেই নয়াদিল্লিতে আয়োজিত হয় ভারতীয় ফ্যাশনের সবচেয়ে বড় এই আয়োজন। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া'র অংশীদারত্বে সাতদিন ব্যাপী চলে এই আয়োজন। দ্য গ্র্যান্ড, বসন্ত কুঞ্জ-এ, দেশের ডিজাইনাররা তুলে ধরেন তাদের পোশাকি কারুকাজ।

“সাসটেইনেবল চিক” থিমে আয়োজিত শো প্রথমদিনই আলোড়ন সৃষ্টি করে ফ্যাশনপ্রেমীদের মনে। হ্যান্ডলুমের সঙ্গে হেরিটেজ ও হস্তশিল্পের প্রতি সম্মান জানিয়ে, অনুষ্ঠানের প্রথম দিনেই মঞ্চে আসেন আকারো, আনাভিলা এবং দ্য এডিট-এর ডিজাইনাররা।

এই বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফ্টস) অফিসের একটি উদ্যোগ।
হ্যান্ডলুমে আধুনিক ছোঁয়া
‘সারমাস্ত’ নিয়ে হাজির হন আনাভিলা মিশ্রা। তার উৎসবমুখী কালেকশনে দেখা যায়- হ্যান্ডওভেন লিনেন, অ্যাপলিক স্যাটিন-এর সঙ্গে সূক্ষ্ম ফ্রেঞ্চ লেসের নিপুণ সংমিশ্রণ। মিশ্রা বলেন, “এই প্রদর্শনী কেবল একটি কালেকশন নয়, এটি আমাদের কারিগরদের দক্ষতা ও অভিজ্ঞতার উপস্থাপন।”
গৌরব জয় গুপ্তা’র আকারো ব্র্যান্ড উপস্থাপন করে ‘স্টার লাইট’ শিরোনামের কালকশন। গোলাপি, নীল ও ধূসর রং-এর উজ্জ্বল ছোঁয়া দেখা যায় আকারোর পোশাকে।
আর দ্য এডিট প্ল্যাটফর্মে উঠে আসে ভারতের বিভিন্ন অঞ্চলের ১১ধরণের লেবেল, যেখানে ছিল ইকাত, শিবোরি, কুটচ এমব্রয়ডারি, কটন, পশমিনার মিশেলে এক দৃষ্টিনন্দন ফ্যাশন কোলাজ।

আলো ছড়ালেন পালক তিওয়ারি
অনুষ্ঠানের আরেক আকর্ষণ এনআইএফ গ্লোবাল-এর ‘দ্য রানওয়ে’ শো-র শোস্টপার অভিনেত্রী পালক তিওয়ারি। ডেনিম মিনি ড্রেসে তিনি হাঁটেন র্যাম্পে। তার পোশাকটির বিশেষ আকর্ষণ ছিল টাই, এমব্রয়ডার্ড বেল্ট ও শার্ট কলার। পুরো কালেকশনটি সাজানো হয় ‘রিইমাজিনেড হ্যন্ডলুম’ থিমে। ভারতের বিভিন্ন রাজ্যের কারুশিল্পকে তুলে ধরা হয় এই থিমে। বাংলার কান্থা, গুজরাটের বিডওয়ার্ক, রাজস্থানের কুইল্টিং, কচ্ছের এমব্রয়ডারিসহ বাহারি সব কারুকাজ।
কারিগরি দক্ষতা, কারুশিল্প ও সৌন্দর্যের মিলন
এবারের ল্যাকমে ফ্যাশন উইক ২৫ বছরে পা রাখল। আয়োজকেরা কারিগরি দক্ষতা, কারুশিল্প বছরটিকে ক্র্যাফট ও ক্রিয়েটিভিটির পুনরুত্থানের বছর হিসেবে উদ্যাপন করেছে আয়োজনটি। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান সুনীল সেটি বলেন, ‘এবারের উদ্বোধনী আয়োজন ছিল ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত ভারসাম্য। ডিজাইনাররা যেমন দেশের সাফল্যকে উদ্যাপন করেছেন, তেমনি সেটিকে দিয়েছে আলাদা আভিজাত্য।’

ল্যাকমে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনন্দা খৈতান বলেন, ‘ল্যাকমে ফ্যাশন উইক এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সৌন্দর্য এবং কারুশিল্প মিলিত হয়ে ভবিষ্যতের ফ্যাশনের দিকনির্দেশনা দেয়।”
সূত্র: ফার্স্ট পোস্ট ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
