চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২:১৬, ১৭ নভেম্বর ২০২৫
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর ভেড়া রাশিয়ার নৌবাহিনী জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। ছবি:সমাজকাল
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। সোমবার সকালেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করলে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার অতিথি নৌ–কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিক স্বাগত জানান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে সম্মান জানায়।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর শীর্ষ পদস্থ কর্মকর্তারা। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় বানৌজা ওমর ফারুক রুশ জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
সফরকালে ‘গ্রিমিয়াশ্চি’র অধিনায়ক, রাশিয়ান মিলিটারি অ্যাটাশে এবং প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এতে দুই দেশের নৌ–সম্পর্ক ও যৌথ অভিযানে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকারী কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ, বাংলা নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি পরিদর্শন, ‘বিএন আশার আলো স্কুল’-এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে মানবিক কার্যক্রমসহ চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখবেন।
বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান আধুনিক যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ পরিদর্শন করে তাদের প্রযুক্তি ও সক্ষমতা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পাবেন।
সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা সামরিক পেশাগত জ্ঞান, সমুদ্র নিরাপত্তা কৌশল, প্রশিক্ষণ পদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। বাংলাদেশ–রাশিয়া সামরিক সহযোগিতা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ; বিশেষ করে সাবমেরিন, জাহাজ নির্মাণ ও নৌপ্রশিক্ষণ খাতে রাশিয়ার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
নৌ–কূটনীতিতে এই সফর ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং পারস্পরিক কর্মকৌশল আরও শক্তিশালী করবে বলে নৌবাহিনী সূত্র প্রত্যাশা করছে।
পাঁচ দিনের শুভেচ্ছা সফর শেষে ২১ নভেম্বর রাশিয়ান যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ বাংলাদেশ ত্যাগ করবে।
