রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক গুলশানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৯, ১৭ নভেম্বর ২০২৫
রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক গুলশানে / ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সোমবার (১৭ নভেম্বর) রাতে জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়, গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড, যেহেতু তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রীয় সাক্ষী (রাজসাক্ষী) হন।
এই নজিরবিহীন রায়ের পর দেশের রাজনীতিতে তীব্র আলোচনার ঝড় উঠেছে। বিএনপি মনে করছে, রায়ের পরবর্তী প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনা ও জটিলতা—দুটোই তৈরি হয়েছে। সেই পরিস্থিতি মূল্যায়ন করে দলীয় পরবর্তী কৌশল, রাজনৈতিক কর্মসূচি ও আন্তর্জাতিক যোগাযোগ–বিষয়ক সিদ্ধান্ত নিতেই এই জরুরি বৈঠক।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে—রায়ের পর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া পর্যালোচনা,চলমান রাজনৈতিক আন্দোলনের রূপরেখা চূড়ান্তকরণ,গণভোট ইস্যুতে অবস্থান পুনর্নির্ধারণ,নিরাপত্তা ও সাংগঠনিক প্রস্তুতি মূল্যায়ন -এগুলোই রাতে বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে।
রায়ের পরপরই রাজনৈতিক মহলে জরুরি প্রতিক্রিয়াগুলো গতি পেয়েছে। আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ে দৃশ্যত নীরব, বিএনপি নেতারা বলছেন—এটি দেশের রাজনীতিতে “ঐতিহাসিক সিদ্ধান্ত”। আন্তর্জাতিক মহলেও রায়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে কূটনৈতিক সূত্রের দাবি।
