১ মাসের মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০০, ১৭ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর এক মাসের মধ্যে তা কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি এই দাবি জানায়।
এর আগে বিকেল তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ জুলাই আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। দুজনই বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গুম, হত্যা এবং গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম অপরাধী হিসেবে বিবেচিত হবে। তার এই রায় মানবতা ও ন্যায়বিচারের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।’
তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যেই শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে হবে। এই রায় কার্যকর না হলে দেশবাসীর রক্তের প্রতি অবমাননা করা হবে।’
নাহিদ আরও বলেন, গত ১৬ বছরে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ যে সব অপরাধের জন্ম দিয়েছে, সেগুলোর বিচার শুরু হয়েছে মাত্র। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডও দ্রুত কার্যকর করার দাবি জানান।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের দোসর যেসব সরকারি কর্মকর্তারা অভিযুক্ত— তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই বিচারপ্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
