১৯৭০-এর দশকে কেন হঠাৎ বেড়ে গেলো আর্ট ডাকাতি
১৯৭২ সালের মে মাসে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওরচেস্টার আর্ট মিউজিয়ামে দুই ব্যক্তি ঢুকে বন্দুকের মুখে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে জিম্মি করে ও এক নিরাপত্তারক্ষীকে গুলি করে চারটি বিখ্যাত চিত্রকর্ম নিয়ে পালিয়ে যায় — পল গগ্যাঁ, পাবলো পিকাসো এবং এক সময় রেমব্রান্ট বলে মনে করা (পরে জানা যায় তার ছাত্রের আঁকা) এক ছবিসহ মোট ২০ লাখ ডলারের শিল্পকর্ম।