বিশ্বজুড়ে মুক্তি পেল ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:১৭, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:০৯, ১২ অক্টোবর ২০২৫

প্রেম, মৃত্যু আর কল্পনার অদ্ভুত মিশেলে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রত্যাশিত মিউজিক্যাল সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’। দীর্ঘ বিরতির পর আবারও পূর্ণ উদ্যমে নায়িকা রূপে বড় পর্দায় ফিরেছেন মার্কিন সংগীতশিল্পী জেনিফার লোপেজ।
অন্ধকার এক কারাগারের ছোট্ট ঘরে শুরু হয় সিনেমার কাহিনি। সেখানে বন্দী দুই মানুষ—ভ্যালেন্টিন ও মোলিনা। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই দুই আত্মা ধীরে ধীরে জড়িয়ে পড়েন এক গভীর বন্ধনে।
মোলিনার কল্পনায় বারবার ফিরে আসে এক রহস্যময়ী নারী—ইংরিড লুনা। তার হাসিতে যেমন প্রেমের আভাস, তেমনি লুকিয়ে থাকে মৃত্যুর নীরব ইঙ্গিত। চরিত্রটি পর্দায় জীবন্ত করেছেন জেনিফার লোপেজ, যার অভিনয়ে প্রেম, প্রলোভন ও ভয় একসঙ্গে মিশে গেছে।
‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’-এর প্রতিটি দৃশ্য যেন একেকটা স্বপ্ন। দেয়ালের ওপাশে কল্পনার রঙিন জগৎ, যার বিপরীতে দাঁড়িয়ে আছে বন্দিত্বের নিঃসঙ্গতা।
নির্মাতা বিল কনডন দারুণভাবে বুনেছেন গ্ল্যামার ও কারাগারের কর্কশ বাস্তবতা—আবেগের সূক্ষ্ম ছোঁয়ায়। সংগীত, নাচ ও সংলাপ মিলিয়ে সিনেমাটি হয়ে উঠেছে এক মায়াময় মিউজিক্যাল অভিজ্ঞতা।
এই সিনেমায় প্রতিটি চুম্বনই যেন এক রহস্যময় ইশারা—ভালোবাসারও হতে পারে, আবার মৃত্যুরও।
১০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রোমান্স, সাসপেন্স আর ভিজ্যুয়াল গ্ল্যামারে ভরা এই চলচ্চিত্র দর্শকদের নিয়ে যাবে কল্পনার এক অন্য জগতে।