রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

জেনিফার লোপেজ

‘ভাগ্যিস বড় অন্তর্বাস পরেছিলাম’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:৪৯, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৫:০৬, ৯ অক্টোবর ২০২৫

‘ভাগ্যিস বড় অন্তর্বাস পরেছিলাম’

হলিউড তারকা ও গায়িকা জেনিফার লোপেজ আবারও আলোচনায়—তবে এবার তার অসাধারণ পারফরম্যান্স নয়, বরং মঞ্চে ঘটে যাওয়া এক পোশাক বিপত্তি নিয়ে।

সম্প্রতি পোল্যান্ডে কনসার্টের সময় ঘটে যাওয়া সেই ঘটনাটি নিয়ে মজা করে কথা বলেছেন তিনি ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’-এ।

একটি ভিডিওতে দেখা যায়, ফ্যালন লোপেজকে প্রশ্ন করছেন—সোনালি পোশাকটির সেই “ম্যালফাংশন” কি আসলে শোয়ের অংশ ছিল? জবাবে লোপেজ হেসে বলেন, "না, ওটা পরিকল্পিত কিছু ছিল না। ওরা ওই পোশাকটা বানায় সেই দিনই। আমি ৯০ দশকের এক পুরোনো মডেল ইয়াসমিন ব্লিথের একটা ছবি দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। ভাবলাম, এমন একটা পোশাক বানাই।”

তিনি জানান, হঠাৎ করেই সেই পোশাক পরে মঞ্চে ওঠেন এবং পারফরম্যান্স শুরু হতেই পোশাকের অংশ খুলে যায়।

লোপেজ বলেন, "আমি শুধু ভাবছিলাম, ভাগ্যিস বড় অন্তর্বাস পরে ছিলাম!”
মজার ছলে তিনি যোগ করেন, “আমি ওই পোশাক বানাতে তাদের পাগল করে দিয়েছিলাম। পরে গেলেও পারফরম্যান্স থামাইনি।”

শো চলাকালীন আরেকটি ভাইরাল মুহূর্তের কথাও উঠে আসে—যখন তার গায়ে এক পোকা উঠেছিল। এ নিয়ে লোপেজ বলেন, "আমি ভাবছিলাম, আলোতে ঘুরে বেড়ানো সাধারণ পোকাই হবে। কিন্তু পরে দেখি সেটা আসলে আমার গায়ে উঠছে। গানের শেষ পর্যন্ত আমি সেটা সহ্য করছিলাম। যখন গলার কাছে এল, তখনই বুঝলাম বড় কিছু একটা!”

তিনি আরও যোগ করেন, "আমি যেই ছুঁড়ে ফেললাম, দেখলাম সেটা আলোতে ঘুরছে—একটা হেলিকপ্টারের মতো বড়! এমনকি মনে হচ্ছিল, তার মুখও আছে!”

জিমি ফ্যালন তখন মন্তব্য করেন, “তুমি কিন্তু দারুণভাবে সামলে নিয়েছ।” জবাবে জে’লো বলেন, “হ্যাঁ, আমি জানতাম না ওটা এত বড় ছিল! কিন্তু পারফরম্যান্স শেষ না হওয়া পর্যন্ত আমি থামিনি।”

এই ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল, আর লোপেজের রসবোধে ভরপুর প্রতিক্রিয়া তার ভক্তদের হাসিয়ে দিয়েছে বিশ্বজুড়ে।

আরও পড়ুন