সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব তথ্য উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৯, ২ নভেম্বর ২০২৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। ছবি: পিআইডি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
রবিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
তবে ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পত্র পাঠানোর পরও তা বাস্তবায়িত হয়নি।তিনি উপদেষ্টার সহযোগিতা কামনা করেন, যাতে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয় এবং সাংবাদিকরা সচিবালয়ের ক্লিনিকে চিকিৎসা সুবিধা পান।
এছাড়া তিনি সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানান, যাতে অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের যাতায়াত আরও সহজ হয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বিএসআরএফ সভাপতির প্রস্তাবসমূহ আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং সাংবাদিকদের সুবিধার বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।
বিএসআরএফ-এর সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
