ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫
ক্যারম দ্বৈত ইভেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৭, ৩০ অক্টোবর ২০২৫
 
						
									ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় শুরু হয়েছে ‘ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনের স্পোর্টস রুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় ইভেন্ট—পুরুষ ক্যারম দ্বৈত প্রতিযোগিতা।
উদ্বোধনী দিনে দুর্দান্ত পারফরম্যান্সে জয় পান ছয়টি জুটি—আরাফাত দাড়িয়া ও কামাল হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম ও জিলানী মিলটন, সাঈদ শিপন ও রফিক রাফি, দীপন নন্দী ও সাদ্দাম হোসেন ইমরান, আবদুল হাই তুহিন ও এম এম জসিম, মীর মোস্তাফিজুর রহমান ও আরিফুল ইসলাম।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূঁইয়া ও মো. ফারুক আলম।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি আবু সালেহ আকন বলেন, “ডিআরইউ শুধু সংবাদকর্মীদের অধিকার রক্ষার ক্ষেত্রেই নয়, তাদের মানসিক ও শারীরিক বিকাশেও গুরুত্ব দেয়। নিয়মিত ক্রীড়া আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।”
প্রতিযোগিতার সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। আগামী কয়েক দিন চলবে ক্যারম, দাবা, টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টের বাছাই ও ফাইনাল পর্ব।
ডিআরইউ সূত্রে জানা গেছে, এ বছরের ক্রীড়া উৎসবে সদস্যদের পাশাপাশি সাংবাদিক পরিবারের সদস্যরাও অংশ নেবেন।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													