শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

কুদরত উল্লাহ্ পেলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৭:১৩, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪০, ২৯ অক্টোবর ২০২৫

কুদরত উল্লাহ্ পেলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’

এবার দ্বিতীয়বারের মতো ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজন করে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। বাংলাদেশের সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের অনুপ্রেরণা জানানোর এক মহোৎসব এই পুরষ্কার।

সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব রেখেছে এমন সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়ার সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানোর জন্যই এই আয়োজন। এতে বিনোদন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করছেন কুদরত উল্লাহ্। তিনি দৈনিক আমাদের সময়ের অনলাইন বিভাগে কাজ করছেন।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর জুরি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। এছাড়া গেস্ট অব অনার হিসেবে ছিলেন ড. রাশিদ আহমেদ হোসাইনি, পরিচালক, (বিগমিয়া); জাবেদ সুলতান পিয়াস, চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো; তসলিম চৌধুরী, সিইও ও হেড অব মার্কেটিং, মোহনা টিভি এবং প্রেসিডেন্ট (ইএমএমএ); মো. ফেরদৌস নাঈম পরাগ, হেড অব মার্কেটিং, জিটিভি ও সেক্রেটারি জেনারেল (ইএমএমএ); রাকিব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, লুমিনাস গ্রুপ।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় কুদরত উল্লাহ্ বলেন, “যেকোনো পুরস্কার পাওয়াই আনন্দের। কাজের জন্য এমন সম্মান সাংবাদিকরা খুব বেশি একটা পান না। এজন্য ‘ডিএমএফ’র সবাইকে জানাই ধন্যবাদ। এ পুরস্কারের মাধ্যমে তারা আগামীতে আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আশা করি, তাদের দেওয়া এই সম্মান ধরে রেখে ভবিষ্যতে বিনোদনের দুনিয়ায় খুব ভালো কিছু দেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম (হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি) এবং ফয়সাল তিতুমীর।

২০২৩ সালে প্রতিষ্ঠিত ডিএমএফ ইতোমধ্যেই বাংলাদেশের ডিজিটাল মিডিয়া পেশাজীবীদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যেখানে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের একত্র করে প্রশিক্ষণ, উদ্ভাবন এবং সহযোগিতার মাধ্যমে দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমকে শক্তিশালী করার কাজ করছে।

এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন সাংবাদিকতা করছেন কুদরত উল্লাহ্। এছাড়া বিভিন্ন ধরনের লেখায় জড়িয়ে রেখেছেন নিজেকে। নিয়মিত গল্প-নাটক লিখে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন নাট্যকারের খেতাবটিও।

তার রচিত একাধিক নাটক ইতিমধ্যে প্রচার হয়েছে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটর্ফমগুলোতে। টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রসঙ্গত, শিল্প ও সংস্কৃতি, ভাষাসৈনিক, অভিনেতা অভিনেত্রী এবং সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত এমন ১৩ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত হয় কুদরত উল্লাহ্'র প্রথম বই `তারকাকার’। এখন তার প্রথম উপন্যাস ‘অন্তে নীলান্তর’র পাণ্ডুলিপি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন