মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধে ১৩ দেশের আহ্বান

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৪:১৭, ২ নভেম্বর ২০২৫

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধে ১৩ দেশের আহ্বান

ছবি: মিডিয়া ফ্রিডম কোয়ালিশন

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তির অবসান এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ১৩ দেশ। সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তি বন্ধে আন্তর্জাতিক দিবসের ১১তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে কাজ করা ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’-এর কূটনৈতিক নেটওয়ার্ক এ সংক্রান্ত এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

রবিবার (২ নভেম্বর) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম খাত সংস্কারে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ প্রশংসনীয়। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংবাদপত্রের স্বাধীনতা অটুট রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মান বজায় রাখতে হবে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত মিডিয়া ফ্রিডম কোয়ালিশন এখন ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশের অংশীদারিত্বমূলক সংগঠন। বাংলাদেশে প্রকাশিত এই বিবৃতিতে সই করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। তবে কোয়ালিশনের সদস্য হলেও যুক্তরাষ্ট্র এই বিবৃতিতে সই করেনি।

যৌথ বিবৃতিতে কূটনৈতিক নেটওয়ার্ক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা ও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। একই সঙ্গে নারী সাংবাদিকদের প্রতি অনলাইন সহিংসতার ক্রমবর্ধমান হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, মিডিয়া পেশায় লিঙ্গসমতা অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা এবং বৈষম্য ও সহিংসতা টিকিয়ে রাখে এমন বাধাগুলো দূর করা এখন সময়ের দাবি।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন মনে করে, সাংবাদিকদের নিরাপদ পরিবেশ ছাড়া গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাদের ভাষায়—‘সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষাই মানবাধিকারের সুরক্ষা এবং ন্যায়বিচারের পূর্বশর্ত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল